এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কমিটি চাইলেও দেখা নেই বিজেপি সাংসদের, কালীপুজোর উদ্বোধনে ফাঁকা মাঠে গোল তৃণমূলের!

কমিটি চাইলেও দেখা নেই বিজেপি সাংসদের, কালীপুজোর উদ্বোধনে ফাঁকা মাঠে গোল তৃণমূলের!


 

দুর্গাপুজোর পর কালিপুজোতে বিপুলসংখ্যক ক্লাবের যাতে পুজো উদ্বোধন করা যায়, তার জন্য চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু সুযোগ থাকতেও যে সুযোগের এইভাবে অপব্যাবহার করবেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, তা বুঝতে পারেননি কেউই। বস্তুত, দুর্গাপুজোর মত কালিপুজোতেও উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সহ বিভিন্ন এলাকার উদ্বোধনের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

কিন্তু আশ্চর্যজনকভাবে এবার জেলা জুড়ে কোনো কালীপুজোর উদ্বোধনেই দেখা গেল না দেবশ্রী দেবীকে। যার ফলে কার্যত উত্তর দিনাজপুর জেলায় কালী মন্ডপ গুলোতে দাপিয়ে বেড়াতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতাদের। কিন্তু স্থানীয় সাংসদ এতই ব্যস্ত, যে তিনি উৎসবের মরসুমগুলোতে এলাকাবাসীকে সময় দিতে পারলেন না! তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

এদিন এই প্রসঙ্গে সাফাই দিতে গিয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নির্মল দাম বলেন, “সাংসদকে দিয়ে অনেক পুজো কমিটি উদ্বোধন করাতে চেয়েছিল। কিন্তু তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে এবার কালীপুজোয় তিনি কলকাতায় থাকবেন। তাই তাকে পূজার উদ্বোধনে দেখা যায়নি আর সাংসদকে পূজার উদ্বোধনী। তাকে দেখতে না পেয়ে দলের নেতাকর্মীরা হতাশ হননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামীতে তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে জেলায় থাকবেন।” কিন্তু দেবশ্রী চৌধুরী উত্তর দিনাজপুর জেলায় কালীপুজোর উদ্বোধনে না থাকায় জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল থেকে শুরু করে মন্ত্রী গোলাম রব্বানী সহ তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের রায়গঞ্জের বিভিন্ন মণ্ডপে দাপিয়ে বেড়াতে দেখা গেছে। যা দেখে অনেকেই বলছেন, তৃণমূল এই সুযোগে নিজেদের জনসংযোগ ভাবমূর্তিকে আরও একবার সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে সক্ষম হল। যার ফলে কিছুটা হলেও চাপে পড়ল গেরুয়া শিবির।

এদিন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর অনুপস্থিতি নিয়ে তোপ দাগতে দেখা গেছে জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকেও। এদিন তিনি বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থেকেছি। কিন্তু ভোটবাক্সে একজন বহিরাগত জয়ী হয়েছেন। এখন তাকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছে না। দিল্লি-কলকাতা করে যতটুকু সময় কেন্দ্রে না দিলে নয়, তিনি সেইটুকুই সময় দিচ্ছেন। দলীয় কর্মসূচির বাইরে সাধারণ মানুষ তাকে পাচ্ছেন না।”

তবে তৃণমূলের পক্ষ থেকে এই কথা বলা হলেও বিজেপির দাবি, সাংসদ পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় এলাকায় উপস্থিত হতে পারেননি। তবে তিনি সাধারণ মানুষের পাশেই আছেন। কিন্তু কালীপুজোয় বিজেপি সাংসদ তথা মন্ত্রী দেবশ্রী চৌধুরীর এই অনুপস্থিতি আগামীদিনে উত্তর দিনাজপুর জেলা রাজনীতিতে বিজেপির ভোটব্যাংকে কোনো প্রভাব ফেলে কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!