দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে বিস্ফোরক খোদ তৃণমূলের প্রভাবশালী নেতা! রাজ্য জুড়ে শোরগোল! তৃণমূল রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি January 27, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এই কর্মসূচির ফলে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। একাধিক সমস্যার তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হয়েছে এই কর্মসূচির ফলে। এর ফলে সরকার মানুষের আরও কাছাকাছি আসতে পেরেছে। তবে বিরোধী দলের পক্ষ থেকে বারবার এই কর্মসূচিকে নানাভাবে কটাক্ষ্য করা হয়েছে। এই কর্মসূচিকে একাধিক বার কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব। এবার এই কর্মসূচিকে কটাক্ষ করলেন দাপুটে তৃণমূল নেতা। যার ফলে তীব্র শোরগোল পরে গেলো রাজনীতি মহলে। হাওড়া জেলার ডোমজুড়ে গতকাল সোমবার যখন দুয়ারে সরকার কর্মসূচি চলছিল, তখন সেই কর্মসূচিতে উপস্থিত হয়ে, তাকে কটাক্ষ করলেন ডোমজুড়ের জগদীশপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান গোবিন্দ হাজরা। পঞ্চায়েত প্রধান সরকারের এই কর্মসূচির প্রকৃত কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন। দুয়ারে সরকার কর্মসূচিতে যেসব সরকারি কর্মীরা যোগদান করেছিলেন, তাঁদের প্রতি তিনি জানালেন যে, যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের সবার সমস্যার সমাধান না হলে, কর্মীদের আটক করে রাখা হবে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - গতকাল দুয়ারে দরকার কর্মসূচিকে কেন্দ্র করে বহু মানুষ জমায়েত করে ছিলেন। বিরাট লাইন ছিল। আবার বেশ কিছু সরকারি আধিকারিক কয়েকজনকে ব্লক অফিসে দেখা করতে বলেন। এরপর অকস্মাৎ সে স্থলে উপস্থিত হন পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। সরকারি কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান যে, উপস্থিত কাউকে ফেরানো যাবে না। যদি কালও কোন মানুষকে ঘোরানো হয়, তাহলে মানুষই আটকে রাখবে সরকারি কর্মীদের। পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা ইতিপূর্বে বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন। গতকাল তাঁর এই বক্তব্য প্রসঙ্গে হাওড়া (সদর) জেলা তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য জানালেন যে, দুয়ারে সরকার কর্মসূচিকে রাজ্যের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন। সরকারি কাজে যদি প্রধান বাধা দেন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানের বক্তব্যের সঙ্গে সহমত নয় দল। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল দুয়ারে সরকার কর্মসূচিকে কটাক্ষ করে শোরগোল ফেলে দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। আপনার মতামত জানান -