এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এশিয়াডে ‘দঙ্গল’ – গীতা-ববিতার হাত ধরেই ‘সোনার-দৌড়’ শুরু করলেন ভিনেশ ফোগাট

এশিয়াডে ‘দঙ্গল’ – গীতা-ববিতার হাত ধরেই ‘সোনার-দৌড়’ শুরু করলেন ভিনেশ ফোগাট


কমনওয়েল্‌থ গেমসে সোনা পেয়ে দেশের মাটিতে যত না পরিচিত হয়েছেন তার থেকে বেশ কয়েক গুন পরিচিতি এসেছে তাদের জীবনকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত ‘দঙ্গল’ থেকে। হ্যাঁ কথা হচ্ছে, গীতা ফোগাট এবং ববিতা ফোগাটের। এবার ঐ পরিবারেরই আরেক সদস্য আন্তর্জাতিক ক্ষেত্রে পদক জয়লাভের খাতা খুললেন। এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন গীতা, ববিতার খুড়তুতো বোন ভিনেশ ফোগাট।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে এশিয়াডে সোনা জিতলেন ভিনেশ। তিনি মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল বিভাগে সোনা জয়লাভ করে ক্রীড়াক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করলেন। ভিনেশ ফোগাটের সোনা জয়ের মাধ্যমে এশিয়াডে দ্বিতীয় সোনা চলে এল ভারতের ঝুলিতে। এরফলে এশিয়াডে দ্বিতীয় দিনের শেষে ভারতের মোট পদক সংখ্যা হলো ৫টি।

ফাইনাল ম্যাচের শুরু থেকেই জাপানি প্রতিপক্ষ ইউকি ইরিকে কার্যত কোনো সুযোগই দিলেন না ভিনেশ ফোগাট। ম্যাচের শুরুতেই তিনি ৪-০ তে লিড নিয়ে নেন। এরপরে জাপানি রেসলার ম্যাচে ফিরলেও ভিনেশের দাপটে বেশিক্ষণ টিকতে পারলেন না।  শেষ পর্যন্ত ৬-২ পয়েন্টের ব্যবাধানে ম্যাচ জিতে নেন ভিনেশ ফোগাট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!