এখন পড়ছেন
হোম > রাজনীতি > নির্বাচন হয়ে যাওয়া শীতলকুচিতে আবার ভোট, জানিয়ে দিল কমিশন!

নির্বাচন হয়ে যাওয়া শীতলকুচিতে আবার ভোট, জানিয়ে দিল কমিশন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত 10 এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কুচবিহার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে। কিন্তু সেই নির্বাচনে ব্যাপক অশান্তির ঘটনা ঘটে। যেখানে 126 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে গুলি চালানো হয়। আর এর পরেই মৃত্যু হয়ে চার তৃণমূল কর্মীর। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, ভোট বন্ধ করে দিতে বাধ্য হয় কমিশন।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে যে বুথে ভোট বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে আবার নির্বাচন হবে, নাকি গোটা বিধানসভা কেন্দ্রেই আবার পুননির্বাচন করা হবে, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। অবশেষে যে বুথে অশান্তির জেরে ভোট বন্ধ হয়ে গিয়েছিল, এবার সেখানে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সপ্তম দফার নির্বাচনের দিন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, শীতলকুচির 126 নম্বর বুথে আগামী 29 এপ্রিল নির্বাচন হতে চলেছে। অর্থাৎ শেষ দফার নির্বাচনে যে অশান্তির জন্য শীতলকুচির এই বুথে নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল, সেখানে আবার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত করা হবে। স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বলা বাহুল্য, শীতলকুচির এই বুথে অশান্তির জেরে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। তৃণমূল-বিজেপির তরজা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় 4 জন তৃণমূল কর্মীর মৃত্যুর পর থেকেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই এখানে আবার যে নির্বাচন হবে, সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন সকলেই‌। আর এবার সেই নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। এবার অশান্তির জন্য ভোট বন্ধ হয়ে যাওয়া 126 নম্বর বুথে আগামী 29 এপ্রিল হতে চলেছে নির্বাচন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!