এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মহুয়ার লজ্জা নেই? মাতৃশক্তিকে চরম অপমান ! ধুয়ে দিলেন শুভেন্দু !

মহুয়ার লজ্জা নেই? মাতৃশক্তিকে চরম অপমান ! ধুয়ে দিলেন শুভেন্দু !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বারবার বিতর্কে জড়াচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কখনও মা কালীকে অপমান করার অভিযোগ, আবার কখনও বা টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। অনেকে বলছেন, এথিক্স কমিটির তদন্তে ভবিষ্যতে তার সাংসদ পথ খারিজ হয়ে যেতে পারে। আর এই পরিস্থিতিতে এবার সেই মহুয়া মৈত্র বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলতে শুরু করেছেন। এমন একটা ভাব দেখাচ্ছেন, যেন তিনি কিছুই করেননি। কিন্তু পাপের ফল তো সকলকেই ভোগ করতে হয়। বাংলার মাতৃ শক্তি নারী শক্তি হিন্দু দেবী মা-কালিকে যেভাবে একসময় তিনি অপমান করেছেন, তার ফল তো তাকে পেতেই হবে। তাই শুভেন্দু অধিকারী এদিন সেই মহুয়া মৈত্রকে একেবারে আক্রমণের ভাষায় ধুয়ে দিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূল সাংসদকে যেভাবে কটাক্ষ করেছেন, তাতে লজ্জা থাকা উচিত সেই সাংসদের। যদি তিনি লজ্জিত হন, তাহলে আর এই সমস্ত কথা বলবেন না। মহুয়া দেবীকে কটাক্ষ করে তেমনটাই বলছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিজেপির বিরুদ্ধে করা অভিযোগ নিয়ে শুভেন্দুবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে ধুয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “ওর কথার কোনো উত্তর দেব না। বাংলার মা বোনেরা হাতে সিগারেট এবং মদ নিয়ে ঘোরে না। ও মা কালীকে যে ভাষায় আক্রমণ করেছেন, তাতে মাতৃশক্তির অপমান হয়েছে, নারী শক্তির অপমান হয়েছে। আর মা কালীকে অপমান করার ফল অন্য কোনো জন্মে নয়, এই জন্মেই পেতে হবে।” বলা বাহুল্য, একসময় মহুয়া মৈত্রের হিন্দুদের দেবী মা কালীকে নিয়ে করা একটি মন্তব্য ভাইরাল হয়ে যায়। আর সেই সময় থেকেই তার বিরুদ্ধে হিন্দু সনাতনীরা রাস্তায় নামতে শুরু করেন। বর্তমানে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে এথিক্স কমিটির কাছে তদন্তের মুখে পড়েছেন এই তৃণমূল সাংসদ। আর প্রথম দিন থেকেই সেই তদন্ত নিয়ে মহুয়া মৈত্র পাপের ফল ভোগ করছেন বলে বুঝিয়ে দেন শুভেন্দুবাবু। এদিন আরও একবার সেই অভিযোগ করে তৃণমূল সাংসদকে বেকায়দায় ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

বিজেপির দাবি, মহুয়া মৈত্রের লজ্জা বলতে কিছু নেই। হিন্দুদের দেবীকে অপমান করে, টাকা নিয়ে প্রশ্ন করে তিনি সব সীমাকে লংঘন করেছেন। তার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, তারপরেও তিনি এত বড় বড় কথা বলছেন কি করে? তাই শুভেন্দু অধিকারী যা বলেছেন, একদম ঠিক কথাই বলেছেন। মহুয়া মৈত্রের চরম শাস্তি হওয়া উচিত। হিন্দু ধর্ম বলেই তিনি মা-কালিকে এত অপমান করতে পেরেছেন। অন্য কোনো ধর্ম হলে তিনি এতক্ষণে চরম শাস্তি পেয়ে যেতেন। তবে এ জন্মের ফল এই জন্মেই ভোগ করে যেতে হবে। তাই বিজেপির বিরুদ্ধে বড় বড় কথা বলে কোনো সুবিধে ভোগ করতে পারবেন না মহুয়াদেবী। তাকে চরম শাস্তির মুখে পড়তে হবে বলেই দাবি করছে বিরোধীরা।

পর্যবেক্ষকদের মতে, সংসদে টাকা নিয়ে প্রশ্ন করা এবং সেই অভিযোগ ওঠার পরেও কোনো লজ্জা হয় না এই তৃণমূল সাংসদের। তারপরেও তিনি এত বড় বড় কথা কি করে বলছেন, সেটা তিনি নিজেই জানেন। তবে তার বিরুদ্ধে তদন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা তো সময় বলবে। কিন্তু শুভেন্দু অধিকারী মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে কথা বললেন, তাতে তার এবার অন্তত কিছুটা হলেও লজ্জা হওয়া উচিত। বাংলার মাতৃশক্তিকে অপমান করার মত ক্ষমতা তৃণমূল সাংসদ দেখিয়েছেন। তবে তার ভয়াবহ ফল যে তাকে চোকাতে হবে, তাতে নিশ্চিত বিরোধীরা। তাই এবার অন্তত মহুয়াদেবী বড় বড় কথা না বলে যদি কোনো ভুল করেও থাকেন, তাহলে এথিক্স কমিটির তদন্তে সহযোগিতা করুন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!