এখন পড়ছেন
হোম > রাজ্য > কয়লা ও গরু পাচার মামলার তদারকিতে নয়া মোর ! বদল যুগ্ম সিবিআই আধিকারিক !

কয়লা ও গরু পাচার মামলার তদারকিতে নয়া মোর ! বদল যুগ্ম সিবিআই আধিকারিক !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন  ধরে কয়লা পাচার এবং গরু পাচার মামলায় তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা । কয়লা পাচার ও গরু কাণ্ডে তদন্তের জাল ক্রমশ তরান্বিত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে এই মামলায় তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অনুব্রত মণ্ডল ।যদিও গরু পাচার মামলায় ইতিমধ্যেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআই। তবে এই তদন্তের মাঝেই কলকাতায় সিবিআই-এর ইস্ট জোনের যুগ্ম অধিকর্তাকে বদল করার খবর প্রকাশ্যে এলো ।

সিবিআই সূত্রে খবর  এখন থেকে কয়লা পাচার, গরু পাচার ও নারদ তদন্তের তদারকি করবেন নবনিযুক্ত  এন বেণুগোপাল। তবে কলকাতায় সিবিআই-এর ইস্ট জোনের যুগ্ম অধিকর্তা বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলের একাংশ । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে এই মামলার তদন্ত নবনিযুক্ত আধিকারিকের তদারকিতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সে দিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!