এখন পড়ছেন
হোম > অন্যান্য > শিশুদের মধ্যে সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশের এই শহরে, তৃতীয় ঢেউয়ের বড়োসড়ো আশঙ্কা বিশেষজ্ঞদের

শিশুদের মধ্যে সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশের এই শহরে, তৃতীয় ঢেউয়ের বড়োসড়ো আশঙ্কা বিশেষজ্ঞদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনার তৃতীয় ঢেউ যে কোন সময় আছড়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা ও মৃত্যুহার আবার বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে ক্রমশ আশঙ্কা বাড়ছে কর্নাটকের বেঙ্গালুরু শহরকে নিয়ে। ব্যাঙ্গালুরুতে চলতি মাসে অন্তত ৫০০ জন শিশু করোনা আক্রান্ত হয়েছে। গত পাঁচদিন ধরে যা অত্যন্ত তীব্র। এই পাঁচ দিনের মধ্যে ২৬৩ জন শিশু করোনা আক্রান্ত হয়েছে। যা থেকে প্রবল উদ্বেগ বাড়ছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের।

ইতিপূর্বে একাধিক বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা জানিয়েছেন যে, করোনার তৃতীয় ঢেউ সর্বাধিক আঘাত হানবে শিশুদের ওপরে। শিশুদের মধ্যে সংক্রমণ তীব্র আকারে বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে ৮৮ জন শিশু সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছে। যাদের বয়স ০ থেকে ৯ বছরের মধ্যে রয়েছে। আবার ১০ থেকে ১৯ বছরের মধ্যে ৩০৫ জন শিশু করোনা আক্রান্ত হয়েছে। যা থেকে অনেকে আশঙ্কা করছেন যে, করোনার তৃতীয় ঢেউ এবার এসে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি নিয়ে এখনও আতঙ্ক করবার মতো ব্যাপার নেই। তবে যেভাবে শিশুদের মধ্যে সংক্রমনের পরিমাণ বাড়তে শুরু করেছে যেভাবে, তাতে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন একাধিক বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। কারণ করোনার তৃতীয় ঢেউ শিশুদের ব্যাপকভাবে আক্রান্ত করবে বলে, ইতিপূর্বে জানিয়ে রেখেছেন বহু বিশেষজ্ঞ ও চিকিৎসক।

তবে, এইমসের পক্ষ থেকে ভিন্ন বার্তা দেয়া হয়েছে। এইমসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশের অনেক শিশুর মধ্যে করোনাভাইরাস প্রতিরোধ করার স্বাভাবিক ক্ষমতা তৈরি হয়ে গেছে। এ কারণে শিশুদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না করোনার তৃতীয় ঢেউ। এইমসের পক্ষ থেকে সমস্ত বিষয় বিবেচনা করে ধাপে ধাপে স্কুল খোলার পরামর্শ দেয়া হয়েছিল। দেশের যে সমস্ত জেলায় ৫ শতাংশের কম সংক্রমণ রয়েছে, আবার যে সমস্ত এলাকায় সংক্রমণ একেবারেই কম, সেইসব এলাকায় স্কুল খোলার পরামর্শ দেয়া হয়েছিল। কর্ণাটক সরকারও সম্প্রতি স্কুল খোলার বিষয়ে ভাবনা চিন্তা করছে। আর এই অবস্থাতেই ব্যাঙ্গালুরুতে শিশুদের সংক্রমনের মাত্রা বৃদ্ধি যথেষ্ট সংখ্যা আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!