এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি গ্রহণ করলো গেরুয়া শিবির

এবার তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা কর্মসূচি গ্রহণ করলো গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ১৬ ই আগস্ট খেলা হবে দিবসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। রাজ্যে ও রাজ্যের বাইরেও খেলা হবে দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। বিজেপির পক্ষ থেকে একাধিকবার এর প্রতিবাদ জানানো হয়েছে। ইতিহাসে যেদিন গ্রেট ক্যালকাটা কিলিং ঘটেছিল, সেদিনই খেলা হবে দিবস পালন করার বিষয়ে আপত্তি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ১৬ ই আগস্ট খেলা হবে দিবস পালিত হলে, তা দাঙ্গার স্মৃতি মনে করিয়ে দেবে।

শুভেন্দু অধিকারী ছাড়াও রাজ্যের এক ধর্মীয় সংগঠন খেলা হবে দিবসের দিন নিয়ে আপত্তি জানিয়েছিল। এ প্রসঙ্গে তাঁরা জানিয়েছিলেন যে, খেলা হবে দিবস নিয়ে তাঁরা আপত্তি করছেন না। কিন্তু ১৯৪৬ সালের ১৬ ই আগস্ট গ্রেট ক্যালকাটা কিলিং ঘটেছিল। তাই এই দিনবদলের আর্জি জানিয়েছেন তাঁরা। রাজ্যপালও টুইট করে খেলা হবে দিবসের দিনবদলের আর্জি জানিয়েছেন। তবে তৃণমূল এ বিষয়ে নাছোড়বান্দা। এবার তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা হিসেবে আজ খেলা দিবসের আয়োজন করল বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ ১৩ ই আগস্ট রাজ্যের বিভিন্ন স্থানে খেলা দিবসের পালন করেছে বিজেপি। সেখানে কাবাডি ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিজেপির একাধিক রাজ্য নেতৃত্বকেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায়। আজ ফুটবল খেলতে দেখা যায় বিজেপি নেতা কল্যাণ চৌবে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে। আজ পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচির ব্যানার দিয়ে খেলা দিবস পালন করেছে বিজেপি। এভাবে তৃণমূলের খেলা হবে দিবস পালনের পূর্বেই খেলা দিবস পালন করে রাজনৈতিক মহলে চমক লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির।

আজ বিজেপির এই খেলা দিবস পালন সম্পর্কে বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, আজ ১৩ ই আগস্ট ফুটবল ও কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছেন তাঁরা। গ্রাম ও শহরের ছেলেদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিকে দু লক্ষ টাকা করে দেয়া হয় রাজ্যের ক্লাবগুলিকে। কিন্তু খেলার সংস্থাগুলোর মাথায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইয়েরা। তাই, খেলায় বাংলার কোন প্রসার ঘটছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!