এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর সামনেই দুই ছাত্রীর উদ্দাম নাচ? ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল রাজ্য!

তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর সামনেই দুই ছাত্রীর উদ্দাম নাচ? ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – খোদ রাজ্যের জনৈক মন্ত্রীর কর্মীসভায় পরিবেশিত হল উদ্দাম নৃত্য। গত শনিবার উত্তর দিনাজপুর জেলায় গোয়ালপোখরের গোয়াগাঁও কারবালা ময়দানে শাসকদল তৃণমূলের এসএসটি ও ওবিসি সেলের এক বিশেষ কর্মী সভার আয়োজন করা হয়েছিল। এই সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দফতরের মন্ত্রী গোলাম রব্বানি সহ বেশকিছু স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই অনুষ্ঠানের উদ্বোধনকালে দুজন কিশোরীকে উদ্দাম ভাবে নাচতে হয়ে গেল অনুষ্ঠান মঞ্চে।

যে ঘটনায় উঠে গেল তীব্র অভিযোগ। এই নাচের ভিডিও প্রকাশে আসতেই প্রশ্নের মুখে পড়তে হলো তৃণমূল শিবিরকে। বিরোধীরা নানাভাবে অভিযোগ করলেন শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। ফলে বেকায়দায় পরে গেল জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল দলের সূত্র থেকে জানা গেছে, গত শনিবার গোয়ালপোখরের গোয়াগাঁও কারবালা ময়দানে শাসকদল তৃণমূলের এসএসটি ও ওবিসি সেলের এই বিশেষ কর্মীসভায় অন্যান্য বিরোধী দল থেকে ৩০০ জন সদস্য যোগদান করেন তৃণমূলে। এই সভার উদ্বোধন কালে পরিবেশিত হয়েছিল দুই ছাত্রীর এই নাচ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হলো বিতর্ক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রিয় বন্ধু মিডিয়া। তবে এই ভিডিও ঘিরে উঠে এলো অপসংস্কৃতির অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। খোদ মন্ত্রীর সামনে এমন নাচের ভিডিও দেখে হতবাক সকলে। তৃণমূলের কর্মী সভায় এই উদ্দাম নৃত্য পরিবেশনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক শিবির। একাধিক বিরোধী নেতা এই ঘটনার প্রতিবাদ জানালেন। এই প্রসঙ্গে জনৈক কংগ্রেস নেতা মহম্মদ মাসুম নাসিম আখতার জানালেন যে, রাজ্যের দায়িত্বশীল এক মন্ত্রীর সামনে এমন নাচের পরিবেশন প্রকৃতই দৃষ্টিকটু।

তাঁর অভিযোগ, সমস্ত কিছু দেখেও এর কোনো প্রতিবাদ জানাননি মন্ত্রী। অন্যদিকে এ প্রসঙ্গে গোয়ালপোখরের জনৈক সিপিএম নেতা নাজির আনোয়ার জানালেন যে, মানুষকে সভায় আকর্ষণ করতে ও ভিড় বাড়াতেই এমন উদ্দাম নাচের আয়োজন করেছিল শাসকদল তৃণমূল। অন্যদিকে চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রমজ এই ঘটনার জন্য মন্ত্রী গোলাম রব্বানিকে সরাসরি ক্ষমা চাইবার দাবি জানালেন। তবে, শাসকদল তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অপসংস্কৃতির এই অভিযোগকে সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে।

এ প্রসঙ্গে গোয়ালপোখর ব্লক তৃণমূল সভাপতি গোলাম রসুল জানিয়েছেন যে, সেদিনের ওই কর্মীসভায় আদিবাসীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে মন্ত্রীকে বরণ করা হয়েছিল। মঞ্চে স্থানীয় স্কুলের দুজন ছাত্রী নৃত্য পরিবেশন করেছে। এর মধ্যে কোন অপসংস্কৃতি ছিল না। অন্যদিকে এই বিষয়ে রাজ্য শ্রম দফতরের মন্ত্রী গোলাম রব্বানি এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হন নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শাসকদল যে সাফাই দিক না কেন, খোদ মন্ত্রীর উপস্থিতিতে দলের কর্মীসভায় এমন উদ্দাম নাচের বিষয়কে ঘিরে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হলো তৃণমূল শিবিরকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!