এখন পড়ছেন
হোম > রাজ্য > নাম লেখাননি তৃণমূলে তাই জেল, ভোটে লড়া হচ্ছে না হেভিওয়েট কংগ্রেস নেতার

নাম লেখাননি তৃণমূলে তাই জেল, ভোটে লড়া হচ্ছে না হেভিওয়েট কংগ্রেস নেতার

নাম লেখাননি তৃণমূলে তাই জেল, ভোটে লড়া হচ্ছে না হেভিওয়েট কংগ্রেস নেতার। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ না দেওয়ায় মুর্শিদাবাদের জেলা পরিষদের কংগ্রেস সভাধিপতি শিলাদিত্য হালদারকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বহরমপুর জেলে বন্দি করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বন্দি অবস্থাতেই তিনি জেলা পরিষদের প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু অনুমতি মেলেনি রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবিষয়ে বলেন, ”বিধানসভা বা লোকসভা ভোটে যেমন জেলে থেকেও প্রতিদ্বন্দ্বিতা করা যায়, পঞ্চায়েতে আইনটা তেমন স্পষ্ট নয়। জেলাশাসক চাইলে অনুমতি দিতে পারেন। কিন্তু তিনি দিচ্ছেন না।” এদিন কমিশনের সামনে কংগ্রেসের বিক্ষোভের পর কংগ্রেস নেতারা এবিষয়ে কমিশনার এ কে সিংহের সাথে আলোচনা করতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এখন মনোনয়ন জমা দেওয়ার শেষ লগ্নে শেষ চেষ্টা করতে চান কংগ্রেস নেতারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!