এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সাধারণের সুবিধার জন্য মেট্রোর ই-পাসে এবার বড়সড় পরিবর্তন নিয়ে এল মেট্রো কর্তৃপক্ষ! জেনে নিন

সাধারণের সুবিধার জন্য মেট্রোর ই-পাসে এবার বড়সড় পরিবর্তন নিয়ে এল মেট্রো কর্তৃপক্ষ! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে গত ছ’মাস মেট্রো পরিষেবা বন্ধ রাখার পর গতকাল সোমবার থেকে তা পুনরায় চালু করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে মেট্রো স্টেশনে যাত্রী ভিড় নিয়ন্ত্রণ করতে সম্প্রতি মেট্রোতে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম এনেছে কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, টোকেন বা স্মার্ট কার্ড না, মেট্রোয় ওঠার আগেই ‘পথদিশা’ কিংবা ‘কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে ই পাস্ বুক করলে তবেই সহজে ওঠা যাবে মেট্রোরেলে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এভাবেই বিভিন্ন যাত্রীকে যাতায়াত করতে দেখা গেছে। তবে এই নতুন পদ্ধতিতে শহরের প্রবীণ নাগরিকদের যথেষ্ট সমস্যার পড়তে হয়েছে। প্রবীণ নাগরিকদের এই সমস্যার কথা জানতে পেরে তাদের জন্য কিছু নিয়মের কিছু কাটছাঁট করতে দেখা গেল মেট্রো কর্তৃপক্ষকে। আজ মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হলো মেট্রো থেকে। বয়স্কদের সহজে মেট্রো যাত্রার ব্যবস্থা করতেই বেশকিছু নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জন্য হলো, বয়স্ক যাত্রীদের ‘পথদিশা’ বা ‘কোলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে মেট্রোর ই পাস্ বুক করার প্রয়োজন হবেনা। পরিবর্তে তাঁরা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে যেকোনো একটি পরিচয় পত্র মেট্রো কাউন্টারে দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে পারবেন। তারপর তাঁরা নিজেদের স্মার্ট কার্ড দিয়ে মেট্রোয় উঠতে পারবেন। যদি তাঁদের কাছে স্মার্ট কার্ড না থাকে, তাহলে কাউন্টার থেকে তাঁরা সেটি সংগ্রহ করতে পারবেন। মেট্রোর পক্ষ জানানো হয়েছে, বেলা ১১ : ৩০ থেকে শুরু করে বিকেল ৪ : ৩০ পর্যন্ত তাঁরা এভাবেই মেট্রোয় যাতায়াত করতে পারবেন।

অন্যদিকে, গতকাল সোমবার বহু যাত্রী ই পাস্ বুক করেও মেট্রোয় ওঠেন নি। মেট্রো কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হলো, গতকাল ‘পথদিশা’ কিংবা ‘কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৫০ হাজার যাত্রী বুকিং করেও মাত্র ২০ হাজারের মতো যাত্রী মেট্রোয় উঠেছিলেন। অর্থাৎ, বুকিং করেও যাত্রা করেননি ৬০ শতাংশ যাত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!