এখন পড়ছেন
হোম > রাজনীতি > মৃত্যুর দায় কমিশনের, মনোনয়নের শেষ পর্বে ঝড় তুললেন নওশাদ!

মৃত্যুর দায় কমিশনের, মনোনয়নের শেষ পর্বে ঝড় তুললেন নওশাদ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েতে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে প্রথম থেকে উত্তপ্ত ছিল ভাঙর। মাঝেমধ্যেই বোমা, গুলির আওয়াজে উত্তপ্ত হয়েছে এলাকা। আর এই পরিস্থিতিতে এক আইএসএফ কর্মীর মৃত্যুর পরেই রীতিমতো গর্জে উঠলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, এই মৃত্যুর উত্তর নির্বাচন কমিশনকে দিতে হবে।

প্রসঙ্গত, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও ভাঙ্গরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। আইএসএফের অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে তাদের প্রচুর কর্মীকে হামলা করা হয়েছে। মারা গিয়েছেন এক আইএসএফ কর্মী। আর সেই বিষয় নিয়ে রীতিমতো সোচ্চার হয়ে কমিশনের দরজায় পৌঁছে গিয়েছেন ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর সেখানেই কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, “এই মৃত্যুর দায় নির্বাচন কমিশন নিতে হবে। আমাদের এক কর্মীর মাথায় গুলি করা হয়েছে। সে মারা গিয়েছে। আমাদের প্রচুর কর্মী আহত হয়েছেন। এর দায় নির্বাচন কমিশনের।”

বলা বাহুল্য, প্রথম দিন থেকেই মনোনয়ন পর্বকে কেন্দ্র করে ভাঙ্গর উত্তপ্ত হতে শুরু করেছিল। যে কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা বিষয় নিয়ে পরিস্থিতি শান্ত করার আর্জি জানানোর চেষ্টা করেছিলেন নওশাদ সিদ্দিকী। তবে তার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেননি। আর এই পরিস্থিতিতে এক আইএস এর কর্মী মারা যেতেই গোটা বিষয়ে গর্জে উঠলেন সেই নওশাদ সিদ্দিকী। রীতিমত কমিশনকে চাপে ফেলে দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!