এখন পড়ছেন
হোম > রাজনীতি > “বিরোধী বিধায়কের জন্য পাঁচ মিনিট সময় নেই” আতঙ্কগ্রস্ত হয়ে মমতাকে বিধলেন নওশাদ!

“বিরোধী বিধায়কের জন্য পাঁচ মিনিট সময় নেই” আতঙ্কগ্রস্ত হয়ে মমতাকে বিধলেন নওশাদ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েতের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রাজ্যের প্রত্যেকটি এলাকা উত্তপ্ত হয়েছে। তবে সবথেকে বেশি খবরের শিরোনামে উঠে এসেছে ভাঙ্গড়। যেখানে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে প্রথম দিন থেকে গুলি, বোমার আওয়াজ শুনতে পেয়েছে গোটা রাজ্য। আতঙ্কগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। যেখানে আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তৃণমূলের পক্ষ থেকে গুন্ডা বাহিনীরা প্রতিমুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও সাক্ষাৎ করতে পারেননি ভাঙ্গরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আর সেই ব্যাপারে এদিন আতঙ্কগ্রস্ত হয়ে রীতিমতো মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন এই বিরোধী বিধায়ক।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “ভাঙ্গড়ের ঘটনা নিয়ে আমি আতঙ্কগ্রস্ত ছিলাম, উদ্বেগে ছিলাম। সেই কারণে আমি মুখ্যমন্ত্রীর কাছে দেখা করতে গিয়েছিলাম। যাতে তিনি এই ঘটনায় সদর্থক পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আমার জন্য পাঁচ মিনিট সময় হয়নি। অথচ তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, নবজোয়ার করে বেড়াচ্ছেন। কিন্তু বিরোধী বিধায়কের জন্য তার পাঁচ মিনিট সময় হয় না।”

একাংশ বলছেন, নওশাদ সিদ্দিকী বিরোধী বিধায়ক হলেও তিনি জনপ্রতিনিধি হওয়ার কারণে দলমত না দেখেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ভাঙরের পরিস্থিতি যেভাবে আয়ত্তের বাইরে চলে গিয়েছিল, তার জন্য রাজ্যের প্রশাসনিক প্রধানের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করেননি। ফলে সেই বিষয় নিয়েই প্রশ্ন তুলে রাজ্যের প্রশাসনিক প্রধানের ভূমিকাকে বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন আইএসএফ বিধায়ক। যার জেরে রীতিমতো চাপের মুখে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!