এখন পড়ছেন
হোম > জাতীয় > BREAKING NEWS – মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শীর্ষ পুলিশ অফিসার আজই যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে!

BREAKING NEWS – মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শীর্ষ পুলিশ অফিসার আজই যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এর আগেই আদালতের কাছে আর্জি জানানো হয়েছিল কিছু রাজ্যের তরফ থেকে। কিন্তু সেই আবেদনে কোর্টের স্থগিতাদেশ জানানোর পর বিধানসভা নির্বাচন নিজের নিয়মমাফিক শুরু হয়ে গেছে। সেই দিক থেকে শুক্রবার বিহারে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে বলে জানা যায়। আর সম্প্রতি সেই হিসাবে সামনে এসেছে বিহার নির্বাচনের বড় এক তথ্য। জানা গেছে বিহারের প্রাক্তন ডিজিপি তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত গুপ্তেশ্বর পান্ডে যোগ দিচ্ছেন জনতা দল ইউনাইটেডে। আর আজই সেই শুভক্ষণ যেদিন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তথ্য সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সদর দপ্তরে নাকি ওনাকে ডেকে পাঠানো হয়েছে এবং সেখান থেকেই তিনি জেডিইউ-এর সদস্যভার গ্রহণ করবেন বলে খবর পাওয়া গেছে। এবারে বিহারের দখল নিতে গেরুয়া শিবির যে উঠে পড়ে লেগেছে সে কথা আগেই জানা গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে নিজেদের দলের রাজত্ব কায়েম করতে ঘোষণা করেছিলেন একাধিক প্রকল্পের। বিধানসভা ভোটের আগে সেইসব প্রকল্পের ঘোষণাতে মেনে নেওয়া হয়েছিল সাধারণ মানুষকে গেরুয়া দলের দিকে ঝোঁক বাড়ানোর একটা প্রয়াস মাত্র। তবে সেখানে সম্প্রতি গুপ্তেশ্বর পান্ডের মতন এমন এক হেভিওয়েট পুলিশ অফিসারের যোগদান গেরুয়া শিবিরকে জয়ের দিকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারের প্রাক্তন ডিজিপি এই গুপ্তেশ্বর পান্ডে ১৯৮৭ ব্যাচের আইপিএস অফিসার। সম্প্রতি সরকারের থেকে তিনি VRS এর আবেদন করার পরেই জল্পনা শুরু হয় চারদিকে। অন্যদিকে সরকার তাঁর আবেদনে সাড়া দিয়ে বিআরএস প্রদান করে দেন তাঁকে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের সম্ভাবনা সেইসঙ্গে জোরদার হতে শুরু করে। সেই সঙ্গে, বক্সারের একটি আসন থেকে তাঁকে নির্বাচনে প্রার্থী করা হবে বলেও জানা যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এই জনপ্রিয় পুলিশের শীর্ষ কর্তা গেরুয়া শিবিরে যোগ দিলে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে যাবে NDA শিবির।

সেই মতো বক্সারের কোন আসনের জন্য তিনি যথাযথ প্রার্থী হয়ে উঠতে পারবেন সেই নিয়ে জল্পনা চলতে থাকে। বাল্মীকিনগর থেকে লোকসভার নির্বাচন না হলে বক্সারের কোনো আসন থেকেই তাঁকে বিধানসভার নির্বাচনে দাঁড় করানো হবে বলেই সেই সময় নিশ্চিত করা হয়েছিল। তবে ডিজিপি থাকাকালীন এই পুলিশ অফিসার যথেষ্ট জনপ্রিয় ছিলেন বলে জানা যায়। তাঁর কর্মকাণ্ডে খুশি ছিল সরকার থেকে জনতা। তবে সেচ্ছাবসর নেওয়ার পরে গুঞ্জন ওঠে চারদিকে। আপাতত বাল্মিকী নগর থেকে লোকসভার উপ-নির্বাচনে তিনি লড়তে পারেন বলেই সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!