এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজয় রূপানি নয় গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মোদীর ‘বোন’?

বিজয় রূপানি নয় গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মোদীর ‘বোন’?


সাম্প্রতিককালে অন্যতম কঠিন নির্বাচন হয়ে গেল গুজরাটে। ষষ্ঠবারের জন্য গুজরাটের মসনদে এল বিজেপি। কিন্তু লড়াইটা যে কঠিন হাতে যাচ্ছে বোঝা যাচ্ছিল প্রচারের সময় থেকেই। পিছন থেকে উঠে এসে রাহুল গান্ধী তিন তরুণ হার্দিক-জিগনেশ-আল্পেশকে নিয়ে প্রায় গদিচ্যুত করে ফেলেছিলেন বিজেপিকে, কিন্তু কোনোরকমে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিনের শেষে বিজেপির দাবি ‘জো জিতা ওহি সিকান্দার’, কিন্তু এমন জয় পেয়েও স্বস্তি নেই মুখ্যমন্ত্রী বিজয় রূপানির। সূত্রের খবর গদি যাচ্ছে তাঁর। আর তাঁর জায়গায় এবার গুজরাটের গদি সামলাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোন। না, তবে এই বোন নরেন্দ্র মোদীর মায়ের পিটার বোন নন বা কোনো তুতো বোনও নন। এ ‘বোন’ হলেন কেন্দ্রের বস্ত্রশিল্প মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৪ লোকসভা ভোটে বিজেপি স্মৃতি ইরানিকে আমেঠি থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়তে নির্দেশ দেয়, আর সেই সময় স্মৃতি ইরানির সমর্থনে আমেঠিতে সভা করতে গিয়ে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী তাঁকে ‘নিজের বোন’ বলে সম্বোধন করেন।
তবে এমন জল্পনা ছড়ালেও স্মৃতি ইরানি নিজে সে সম্ভাবনাকে সমূলে উৎপাটন করেছেন। কিছুতেই তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই সেকথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বরং বিজয় রূপানির জায়গায় উঠে আসছে চারটি নাম। তাঁরা হলেন – মনসুখ মান্ডভায়া, আর সি ফালাদুর, পুরুষোত্তম রূপালা ও ভজুভাই ভালা। তবে এঁদের মধ্যে আপাতত এগিয়ে দুজন – কর্নাটকের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল ভজুভাই ভালা এবং পতিদার সম্প্রদায়ের মানুষ, সৌরাষ্ট্রের বাসিন্দা সড়ক পরিবহণ ও রাজপথ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভায়া। তবে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র জানিয়েছেন, বিজেপির সাংসদীয় কমিটি শেষ সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। এখন দেখার নরেন্দ্র মোদী-অমিত শাহ বিজয় রূপানির উপরেই আস্থা রাখেন নাকি বেছে নেন কোনো নতুন মুখ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!