অনুব্রতর গড়ে ভোট জিতলো সিপিআইএম রাজ্য December 19, 2017 বীরভূম যা অনুব্রত মণ্ডলের খাসতালুক নাম পরিচিত। এদিন বীরভূমের রাজনগরের লাউজোর কৃষি উন্নয়ন সমিতিতে ভোট ছিল। মোতে ভোটার ছিল ৭৩০ জন। মোট আসন ছিল ৯ টি। এর মধ্যে ৫ টি আসনে বাম প্রার্থীরা জয় পেয়েছেন। আর বাকি গুলোর মধ্যে তৃণমূল ৩ এবং বিজেপি ১ টি আসন পেয়েছে। সমান ভোট হলেও অনুব্রতর খাসতালুক বামেদের এই জয়কে গুরুত্ত্ব দিচ্ছে রাজনৈতিকমহল। আপনার মতামত জানান -