এখন পড়ছেন
হোম > জাতীয় > বড় ধাক্কা বিজেপির,দল ছাড়ছেন হেভিওয়েট নেতা

বড় ধাক্কা বিজেপির,দল ছাড়ছেন হেভিওয়েট নেতা

এবার বড় ধাক্কা খেলো ত্রিপুরা বিজেপি।সামনেই ত্রিপুরা বিধানসভা ভোট আর তার আগেই প্রাক্তন রাজ্য সভাপতি রণজয়কুমার দেব দল ছাড়ার কত জানিয়েছেন.এমনটাই দাবি করেছে একটি ওয়েব পোর্টাল। তাদের দাবি এই কথা দলের বর্তমান রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেবকে চিঠি দিয়েও জানিয়েছেন তিনি। তাঁকে দল বিধানসভায় প্রার্থী করে নি এই ক্ষোভে তিনি দল ছেড়েছেন বলে জানা গেছে।ওই পোর্টালের দাবি তিনি চিঠিতে লিখেছেন, আমাকে ৫৫ বাগবাসা থেকে প্রার্থী করা হয়নি। সেই কারণে আমি দল থেকে পদত্যাগ করছি।বিজেপি থেকে এবার ত্রিপুরার ৬০ টি আসনের মধ্যে ৫১টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। আর ৯টি আসন জোটসঙ্গীকে ছেড়ে দেওয়া হয়েছে।জানা গেছে আগেও তিনবার রণজয়কুমারবাবুকে প্রার্থী করা হয়েছিল কিন্তু তিনি জিততে না পারে এবার আর তাঁকে প্রার্থী করেনি বিজেপি। যা নিয়েই ক্ষোভ তৈরী হয়েছে রণজয়বাবুর। রঞ্জয়বাবু নাকি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন।তাই মনে করা হচ্ছে যে আর ফলে বড় ধাক্কা খেলো বিজেপি।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!