জামিন পেয়ে অবশেষে মুখ খুললেন তৃণমূল সাংসদ তাপস পাল, বাড়ল জল্পনা বিশেষ খবর রাজ্য February 4, 2018 রোজভ্যালি কাণ্ডে ১৩ মাস জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের তারকা সাংসদ তাপস পাল। জামিন পাওয়ার পর তিনি কলকাতার এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে তিনি জানান, ১৩ মাস একটা ঘরের মধ্যে ছিলাম, কাছের মানুষদের কাছে ফিরে যেতে পেরে খুশি। কোনওদিন কোনো ভুল কাজ করিনি, একটা ভুল কথা বলেছিলাম, সেই ভুল কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে রয়েছেন। কোমরে ব্যাথা রয়েছে, ফলে চলাফেরা করতে ও দাঁড়াতে কষ্ট হচ্ছে। আপাতত অভিনয় জগতেই ফিরে যাওয়ার ইচ্ছা আছে। আর তাঁর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়ে গেল তবে কি এবার তিনি রাজনীতিকে পাকাপাকিভাবে বিদায় জানাতে চলেছেন? উত্তরটা হয়তো ভবিষ্যৎই দেবে। আপনার মতামত জানান -