এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > কবে থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা? বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কবে থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা? বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দীর্ঘ সময় ধরে বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা। গত বছর থেকেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ। পড়াশোনার কাজ চলছে অনলাইনের মাধ্যমে। তবে, সে ক্ষেত্রেও রয়েছে নানা রকম প্রতিবন্ধকতা। কারণ, রাজ্যের সর্বত্র যে ভালো ইন্টারনেট কানেকশন রয়েছে, তা মোটেই নয়। আবার সকল ছাত্র-ছাত্রীদের পক্ষে ইন্টারনেট পরিষেবার সুবিধা নেওয়াও সম্ভব নয়। এদিকে রাজ্যজুড়ে করোনা সংক্রমনের প্রাবল্য এখন অনেকটাই নিম্নমুখী। এই পরিস্থিতিতে কবে থেকে খুলবে স্কুল,কলেজ? এমন প্রশ্ন এখন সকলের মুখে। এই পরিস্থিতিতে এক বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, পুজোর পর থেকে রাজ্যে স্কুল খোলা হবে। যথাসম্ভব সর্তকতা অবলম্বন করে স্কুল খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ঘোষণাকে সমর্থন জানিয়েছেন রাজ্যের বিভিন্ন মহল। তবে, বেশ কিছু শিক্ষক জানান যে, দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকার কারণে যে ক্ষতি হয়েছে পড়াশোনার ক্ষেত্রে, সেই ক্ষতি কিভাবে মোকাবিলা করা যায়? সে বিষয়েও ভাবার প্রয়োজন আছে। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে পড়াশোনার মান নেমে গেছে বলেও, মনে করছেন বহু শিক্ষক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে কিভাবে পরিস্থিতির মোকাবিলা করা যায়? তার পরামর্শ দিতে দেখা দেখা যাচ্ছে বেশ কিছু শিক্ষককে। অনেকে জানাচ্ছেন যে, স্কুল খোলার পর সিলেবাস শেষ করার ওপরই শুধু গুরুত্ব দিলে চলবে না। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারনে অনেক ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা আছে। তাই ছাত্র-ছাত্রীদের লিখতে-পড়তে পারা, অংক করার দক্ষতা ইত্যাদি যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে নজর দেয়া প্রয়োজন।

অনেক শিক্ষক জানাচ্ছেন যে, অনলাইন ক্লাসে যোগদান করতে পারে নি বহু ছাত্র-ছাত্রী। কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকেরা প্রশ্ন- উত্তর লিখে অনলাইনে পাঠিয়েছিলেন, তবে তা থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি বহু ছাত্র-ছাত্রী। এই সমস্ত বিষয়গুলি চিন্তা করে স্কুল খোলার পর শিক্ষা জগতের ক্ষতি সামলাতে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলছেন শিক্ষকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!