এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শিশির অধিকারীকে বিজেপিতে স্বাগত জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র

শিশির অধিকারীকে বিজেপিতে স্বাগত জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শান্তিকুঞ্জ গেলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁকে সাদর অভ্যর্থনা জানালেন অধিকারী পরিবারের সদস্যরা। ভাত, স্যালাড, মৌরলা মাছ সহযোগে তাঁকে সাদরে মধ্যাহ্নভোজ করালেন অধিকারী পরিবারের সদস্যরা। শিশির অধিকারীর সঙ্গে কথাও বললেন বিজেপি সাংসদ। পরবর্তীতে তিনি জানালেন যে, শিশির অধিকারী তাঁর কাজের প্রশংসা করেছেন। আবার তাঁকে আসতে বলেছেন। সবাই যত্ন করে খাইয়েছেন তাঁকে। তাঁকে মেয়ের মতোই দেখেন শিশিরবাবু। সেভাবেই কথা হয়েছে। খুব ভালো লেগেছে তাঁর। তিনি আরও জানান, মেদিনীপুরে কোন খেলাই হবে না। ভূমিপুত্রই এখানে জয়লাভ করবেন।

এরপর শিশির অধিকারীকে বিজেপিতে যোগদানের আহ্বান জানালেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন যে, মেদিনীপুর জেলাকে হাতের তালুর মতো চেনেন শিশিরবাবু। সোনার বাংলা গড়তে তাঁকে বিশেষভাবে প্রয়োজন বিজেপির। তিনি জানান, সম্প্রতি বিজেপি মানুষের দল হয়ে উঠেছে। মানুষ চাইছেন শিশির অধিকারী বিজেপিতে যোগদান করুন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, আজ কাঁথি গিয়ে লকেট চট্টোপাধ্যায় গণমাধ্যমে জানিয়েছেন যে, শিশির অধিকারী যদি বিজেপিতে যোগদান করেন, তবে তিনি তাঁকে স্বাগত জানাচ্ছেন। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জয়লাভ করবেন। তিনি হলেন এখানকার ভূমিপুত্র। আর ছেলের পাশে বাবা থাকবেন, এটাই তো স্বাভাবিক। প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর বিজেপিতে যোগদান করেছেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী।

শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র আকার ধারণ করেছে। আগামী ২০ সে মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রী জনসভা করতে আসছেন। প্রধানমন্ত্রীর জনসভায় তাঁদের যোগদান হতে পারে বলে, অনেকের অনুমান। তবে, তাঁরা বিজেপিতে যোগদান করবেন কিনা? এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য রাখেন নি তৃণমূলের এই দুই সাংসদ।

আবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, শিশির অধিকারীর সঙ্গে তাঁর রাজনৈতিক বিষয়ে কোন কথাবার্তা হয়নি। অন্যদিকে এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন যে, শিশিরবাবুর অনেক বয়স হয়েছে। ইদানীং তিনি তৃণমূলের কর্মসূচিতে থাকতে পারছেন না। তাঁকে ছাড়াই তাদের কাজ করতে হচ্ছে। তবে এই বয়সে নতুন দলে না গিয়ে, যেভাবে তিনি চুপচাপ বসে আছেন। সেটা করলেই তিনি ভালো করবেন। তবে, শিশির অধিকারী কি করবেন? তা তিনি নিজেই জানেন। তবে, ইতিপূর্বে তিনি জানিয়েছেন যে, শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে নামার প্রয়োজন হলে, তিনি তাতেও রাজি আছেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!