এখন পড়ছেন
হোম > জাতীয় > কোকাকোলা নিয়ে মন্তব্য করে বিতর্কে রাহুল গান্ধী

কোকাকোলা নিয়ে মন্তব্য করে বিতর্কে রাহুল গান্ধী


‘কোকাকোলা কোম্পানির প্রতিষ্ঠাতা প্রথম জীবনে একজন সিরাপ বিক্রেতা ছিলেন’ এমনটাই বক্তব্যে জানালেন এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর এই ভুল তথ্য প্রকাশ্য জনসভায় বলায় ব্যঙ্গবিদ্রুপের ঝড় উঠে যায় বিরোধীমহলগুলোতে। ঠাট্টা ইয়ার্কির বন্যা বয়ে যায় ট্যুইটারে, নানার রকম মন্তব্যের বহরও লক্ষ্য করা যায়। সমানতালে চলে নানান রকম মজার মজার জোকস্ আপলোড। প্রশ্নচিহ্নের মুখে পড়ে কংগ্রেস সুপ্রিমোর জ্ঞানের পরিধি। প্রসঙ্গত, কোকাকোলা আবিষ্কার করেন আটলান্টার এক ফার্মাসিস্ট ডাঃ জন পেম্বেরটন। প্রথমে তিনি আবিষ্কার করেছিলেন এক সুগন্ধিযুক্ত মিষ্টি পানীয়,তার তাতে যুক্ত করেন কার্বনেটেড জল। আর তারপরই ঘটে চমৎকার। জন্ম হয় জনপ্রিয় সফ্ট ড্রিংস ‘কোকাকোলা’ র।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যায়, এদিন ছিল কংগ্রেসের সংখ্যালঘু শাখার একটি অনুষ্ঠান। সেখানে বক্তব্য রাখতে হাজির হয়েছিলেন কংগ্রসে সভাপতি। বক্তব্যের সূচনাতেই কংগ্রেসের দলিতদের উদ্দেশ্য তিনি কিছু কথা পেশ করেন। তারপরই বক্তব্যের তীর ঘুরে যায় বিজেপির দিকে। কড়া ভাষায় অভিযোগের বানে বিদ্ধ করেন কেন্দ্রীয় পদ্মশিবিরকে। বলেন যে, কৃষক থেকে ছোট ব্যবসায়ী কারোরই প্রয়োজন মেটাতে পারেনি মোদীজির সরকার। তাঁদের কথা ভাবা তো দূরের কথা কর্মীদের সঠিক মর্যাদা অব্দি দিতে জানেনা বিজেপি। তারপর আরো তোপ দেগে বলেন যে, দেশের বড় বড় ১৫ জন শিল্পপতিকে তিনি ২.৫ লাখ কোটি টাকা দরকারে দিতে পারেন অথচ কৃষকদের ঋণ মুকুব করার ক্ষমতা মোদীজির নেই। আজ যে কৃষকরা এতো বিভ্রান্ত, ক্ষুব্ধ হয়ে পথ না পেয়ে আত্মহত্যা করছে তার জন্য পরোক্ষভাবে দায়ী মোদীসরকারই। এভাবে দোষারোপ করতে করতে হঠাৎ কোকাকোলা নিয়ে বেফাঁস ও উক্তি করে ফেলেন তিনি কর্মীদের উৎসাহ জোগাতে। তাঁর এই মন্তব্যের কারণে নানান ভাবে কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে। আর এটা নতুন নয়,এর আগেও সনিয়া পুত্র নিজের মন্তব্যের জেরে বহুবার সমালোচিত হয়েছেন। আপাতত কংগ্রেসের দলীয় অন্দরে এ নিয়ে তীব্র কানাঘুষো শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!