এখন পড়ছেন
হোম > জাতীয় > মূর্তি-ভাঙা প্রসঙ্গে মুখ খুলে রাজনৈতিক আসর জমিয়ে দিলেন মদন মিত্র

মূর্তি-ভাঙা প্রসঙ্গে মুখ খুলে রাজনৈতিক আসর জমিয়ে দিলেন মদন মিত্র

বিজেপির জয়ের পর ত্রিপুরায় লেনিন মূর্তি ভাঙা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। সেই বিতর্ক শুধু ত্রিপুরাতেই থেমে থাকেনি জল গড়িয়েছে গোটা দেশে। গতকাল কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির মুখে কালি মাখিয়ে মূর্তি ভাঙার চেষ্টা করে। তৃণমূলের তরফ থেকে আগেই অভিযোগ করা হয়েছিল এটা বিজেপির কাজ। কিন্তু মদন মিত্র কোনো কথা বলেন নি। এদিন মুখ খুললেন তৃণমূল নেতা তথা প্রাক্তণ পরিবহনমন্ত্রী মদন মিত্র। তিনি এদিন বলেন, “সব ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ২০১১ সালে ক্ষমতায় আসার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই। সেই কথা তিনি রেখেছিলেন বলে ফের ২০১৬ সালে ক্ষমতায় এসেছিলেন। বিজেপি ত্রিপুরায় জিতে ভাবছে বিশাল কিছু করে ফেলেছে। কিন্তু এই জয় ওদের শেষ জয়। এবার ওরা মুখ থুবরে পরবে। “তৃণমূলের সাথে দুরুত্ত্ব একটু হলেও বেড়েছিল মদনবাবুর তাই অনেকে মনে করেছিলেন এই বর্ষীয়ান নেতাও এবার বিজেপির দিকে পা বাড়ালেন। কিন্তু এদিন এই কথা বলে সেই আশাতেও জল ঢাললেন এই তৃণমূল নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!