এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভোটের প্রচারে আর হেলিকপ্টার পাচ্ছে না তৃণমূল, বিজেপির চক্রান্ত দেখছেন খোদ তৃণমূল নেত্রী

ভোটের প্রচারে আর হেলিকপ্টার পাচ্ছে না তৃণমূল, বিজেপির চক্রান্ত দেখছেন খোদ তৃণমূল নেত্রী

নির্বাচনের প্রচারের জন্য হেলিকপ্টার দেওয়ার কথা থাকলেও এবার সেই হেলিকপ্টার না পাওয়ার কথায় কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন তৃনমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গতকাল ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে ধর্না মঞ্চ থেকে এই হেলিকপ্টার না দেওয়ার জন্য গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় বাংলার অগ্নিকন্যাকে।

জানা যায়, আসন্ন লোকসভা নির্বাচনে হেলিকপ্টার করে প্রচারের জন্য গত 15 জানুয়ারি সেই সংস্থার সাথে চুক্তি হওয়ার পর তাঁকে হেলিকপ্টারের খরচ বাবদ অগ্রিম টাকা মিটিয়ে দেওয়া সত্ত্বেও সেই সংস্থা এখন তৃণমূল নেত্রীর প্রচারের জন্য সেই হেলিকপ্টার দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে।

সূত্রের খবর, গত 1 ফেব্রুয়ারি সেই সংস্থাটি জানিয়ে দেয় যে, তৃণমূলকে হেলিকপ্টার দেওয়া যাবে না। এমনকি তৃণমূলের তরফে দেওয়া অগ্রিম অর্থও ফেরত দিয়ে দেওয়া হয়। আর এতেই তীব্র ক্ষুব্ধ হন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গতকাল মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনী প্রচারের জন্য বিজেপির মত বড় পার্টিরা অনেক হেলিকপ্টার ভাড়া নেয়। ভোটের সময় আমাদের মত ছোট পার্টিগুলো দু’তিনটে হেলিকপ্টার ব্যবহার করে। এর জন্য একটা নির্দিষ্ট হেলিকপ্টার আমার জন্য থাকে। কিন্তু গত 19 শে জানুয়ারি কলকাতার বিরোধী মহাজোটের সমাবেশ দেখার পর বিজেপি ভয় পেয়ে আর এই হেলিকপ্টার দিচ্ছে না। এটা রাজনৈতিক বৈরিতা ছাড়া আর কি হতে পারে!”

অন্যদিকে তৃণমূলের সাথে যা হয়েছে তা দেশের অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোর সাথেও হতে পারে বলেও এদিন সকলকে সতর্ক করে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “অনেক এমপি আমায় বলেছেন যে, এখন দিল্লিতে পোস্টার ছাপতে গেলে নাকি কেউ রাজি হচ্ছে না। সকলে ভয় পাচ্ছে। আমি তাই সকলকে বলছি তৃণমূলের সঙ্গে আজ এসব হচ্ছে। তাই আপনারা সতর্ক ও সজাগ থাকুন।”

তবে হেলিকপ্টার না পেলেও মানুষের কাছে প্রয়োজনে হেটে, গাড়িতে বা সাইকেলে চেপে তিনি পৌঁছে যাবেন বলে জানিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষের মন থেকে তাঁকে কোনোভাবেই মুছে ফেলা যাবে না বলেও আত্মবিশ্বাসের সুর শোনা যায় তৃণমূল নেত্রীর গলায়। সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার নির্বাচনের প্রচারে হেলিকপ্টার না পাওয়ায় বিজেপির চক্রান্তের তত্ত্বকেই খাড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!