এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আতঙ্কের মাঝেই রাজ্যের নামে বড়সড় অভিযোগ জানিয়ে কেন্দ্রকে চিঠি বিজেপি সাংসদের!

করোনা আতঙ্কের মাঝেই রাজ্যের নামে বড়সড় অভিযোগ জানিয়ে কেন্দ্রকে চিঠি বিজেপি সাংসদের!

গোটা বিশ্ব জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি। মারন ভাইরাস করোনা সকলের মুখের হাসি কেড়ে নিয়েছে। সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বারবার বলছেন বিশেষজ্ঞরা। আর সেই করোনাকে আটকাতে রাজ্য এবং দেশ লকডাউন করে দেওয়া হয়েছে। কিন্তু এই লকডাউনে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার যেমন আর্থিক প্যাকেজের ঘোষণা করেছে, ঠিক তেমনই রাজ্য সরকারের পক্ষ থেকেও নেওয়া হয়েছে পদক্ষেপ।

এক মাসের রেশন যেমন এক সপ্তাহে দেওয়া হচ্ছে, ঠিক তেমনই যাদের রেশন কার্ড নেই, তাদেরকেও রেশন পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তবে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা রেশন দোকানে গিয়ে ত্রাণ তুলে এনে দাদাগিরি শুরু করেছেন। যার ফলে সাধারন মানুষদের অনেকেই প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তুলছেন বাম, বিজেপি এবং কংগ্রেস।

শুধু তাই নয়, কোনো কোনো রেশন দোকানে পর্যাপ্ত খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে রেশনের ত্রুটি নিয়ে কেন্দ্রকে চিঠি লিখলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা বঙ্গসন্তান স্বপন দাশগুপ্ত। সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রের খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ানকে রাজ্যে রেশন ব্যবস্থায় দুরাবস্থা নিয়ে একটি চিঠি লেখেন এই বিজেপি সাংসদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তিনি বলেন, “লকডাউন চলাকালীন রেশন দোকান থেকে যতটা করে অতিরিক্ত খাদ্য সামগ্রী একজনের পাওয়া উচিত, বিরাট সংখ্যক মানুষকে তা দেওয়া হচ্ছে না। রেশন দোকানে যে খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে, তা রাজ্যের শাসক দলের সঙ্গে যুক্ত এবং ওই দলের অনুগতদের মধ্যে বিলি করা হচ্ছে। অবিলম্বে এই ব্যাপারে আপনার হস্তক্ষেপ চাই।” আর লকডাউনের মত সময়কালে মানুষ যখন কার্যত সংকটে, ঠিক তখনই বাংলার সমস্যার কথা তুলে ধরে কেন্দ্রের কাছে বিজেপি সাংসদের এই অভিযোগ নয়া মাত্রা নিয়ে এসেছে বঙ্গ রাজনীতিতে।

তবে স্বপন দাশগুপ্ত চিঠিতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করলেও তাকে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তিনি বলেন, “স্বপনবাবু বাংলার কোনো খবর রাখেন না। বাংলার বিষয়ে কিছুই জানেন না। স্বপনবাবু একটু খোঁজ নিয়ে দেখুন যে, ব্যারাকপুরে অর্জুন সিংহ কি করছে, আসানসোলে বাবুল সুপ্রিয় কি করছে, বাবুল সুপ্রিয়র এলাকায় রেশন দোকান থেকে বিজেপির লোকেরা চাল তুলে নিয়ে গিয়ে নিজেদের নাম করে বিলি করছেন। আমাদের দলের যে ছেলেদের নামে অভিযোগ উঠেছিল, আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছি। চাল নিয়ে যাওয়ার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছিল, তার কাছ থেকে চাল ফিরিয়ে এনেছি। স্বপনবাবু সেসব খবর রাখেন না। ওর বড় বড় কথা না বলাই ভালো।”

বিরোধীদের অভিযোগ , মহামারীর সময় অন্তত রাজনীতি হবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও যেভাবে রেশন দোকান থেকে জিনিস বিলি করা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রকে নালিশ জানিয়েছেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। বিরোধীদের কাজ, সরকারের ভুল ধরিয়ে দেওয়া। ঠিক সেটাই করেছেন স্বপনবাবু। কিন্তু তা করতে গিয়ে যেভাবে তাকে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীর কাছে সমালোচনার শিকার হতে হল, তাতে রাজ্যের খাদ্যমন্ত্রীই রাজনীতি করলেন। কেন নিজেদের ভুলকে শুধরে না নিয়ে, যিনি দোষটা দেখিয়ে দিলেন, তাকে তাদের ভুল দেখানোর চেষ্টা করলেন জ্যোতিপ্রিয়বাবু! তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!