এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল নেতাদের মধ্যেই ভালো সম্পর্ক নেই প্রকাশ্য সভা থেকেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী

তৃণমূল নেতাদের মধ্যেই ভালো সম্পর্ক নেই প্রকাশ্য সভা থেকেই বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে আয়োজিত প্রশাসনিক সভায় স্থানীয় বিধায়কদের কাছে তাঁদের দাবি-দাওয়ার কথা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুত্‍ ঘোষ বলতে শুরু করলেন , ”পিডব্লিইউডি একেবারেই সহযোগিতা করছে না…।” কথা সম্পূর্ণ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন , ”তোমরা নিজেদের মধ্যে সহযোগিতা করো?” মুখ্যমন্ত্রীর এ হেন আচরণে কার্যতই বাকরুদ্ধ হয়ে পড়েন বিধায়ক।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরপরে মুখ্যমন্ত্রী সূর্য অট্টসহ এলাকার অন্যান্য তৃণমূল নেতাদের নাম উল্লেখ করে বললেন, ”তোমরা চার জন নিজেদের মধ্যে সহযোগিতা করো?” মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনে বিধায়ক বাবু কিছু বলতে গেলে আবার ও গুরুজনের শাসনের ভঙ্গিতে মুখ্যমন্ত্রী বললেন ”তোমরা আগে নিজেদের মধ্যে সহযোগিতা করো, তার পর পিডব্লিইউডির নামে অভিযোগ করবে।” এর আগেও জেলা সফরকালে নানা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর বিধায়কদের দরকার মতন শাসক করে ভুল ত্রুটি শুধরে নিতে নির্দেশ করেছেন। কিন্তু এই প্রথম দলের মধ্যে দলীয় কর্মীদের নিজেদের প্রতি অসহিষ্ণুতার কথা প্রকাশ্যে আনলেন। দলীয় অন্তদ্বন্দ যে বিরোধী শিবিরের বিরোধীতার থেকে ও মারাত্মক হয়ে উঠতে পারে সে বিষয়ে মুখ্যমন্ত্রী যে অভিজ্ঞ তা মনে করা যেতেই পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!