এখন পড়ছেন
হোম > রাজ্য > গঙ্গাসাগর নিয়ে রাজ্যের মতামত কি? কড়া আক্রমণ বিজেপির !

গঙ্গাসাগর নিয়ে রাজ্যের মতামত কি? কড়া আক্রমণ বিজেপির !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দিনকে দিন পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করেছে। ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাস। আর এই পরিস্থিতিতে একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আজ এই ব্যাপারে আদালতের কাছে রিপোর্ট পেশ করবে রাজ্য সরকার। আর সেই ব্যাপারে প্রশ্ন করতেই ভয়াবহভাবে করোনা ছড়িয়ে পড়ার কারণে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন গঙ্গাসাগর নিয়ে এই বিজেপি নেতাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্য তাদের অবস্থান জানাবে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে 213 টি আসন দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে। তারা সরকার পরিচালনা করছে। তাদের কারণে করোনার তৃতীয় ঢেউয়ের এই চেহারা দেখা দিয়েছে। তারা 25 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত যে অসচেতনতার পরিচয় দিয়েছেন, তাদের অনুপ্রেরণা যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, তার ফল গোটা রাজ্যবাসীকে পেতে হচ্ছে। গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্য কি সিদ্ধান্ত নেওয়ার নেবে। এই মুহূর্তে কলকাতার সংক্রমণ বা পশ্চিমবঙ্গের সংক্রমণ দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেকগুণ বেশি।”

আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন, হেভিওয়েট এই বিজেপি নেতা রাজ্যকে কিছুটা হলেও সতর্ক থাকার বার্তা দিলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, এই সময়ে মেলা, খেলা উৎসব করে সময় নষ্ট করা চলবে না। ইতিমধ্যেই দেশের মধ্যে সবথেকে বেশি মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ বলে খবর। তাই এই পরিস্থিতিতে যদি গঙ্গাসাগর মেলা হয়, তাহলে তা হাতের বাইরে বেরিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। আর তার মাঝেই রাজ্য সরকারকে করোনার এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী করে বার্তা দেওয়ার চেষ্টা করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!