এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় বৈঠকে বচসার পরেই মৃত্যু হেভিওয়েট বিজেপি নেতার? বিস্ফোরক তৃণমূল, ব্যাকফুটে বিজেপি!

দলীয় বৈঠকে বচসার পরেই মৃত্যু হেভিওয়েট বিজেপি নেতার? বিস্ফোরক তৃণমূল, ব্যাকফুটে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার বড়সড় চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি। দলের রাজ্য দপ্তরে বৈঠকে হাতাহাতি এবং বচসার পরেই অসুস্থ হয়ে মৃত্যু হল রাজ্য বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকারের। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যেখানে বিজেপি নিজেদের সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল বলে দাবি করে, সেখানে তাদের দলীয় বৈঠকে যেভাবে এক যুবনেতার মৃত্যু হল, তাতে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। আর হেভিওয়েট বিজেপি যুব নেতার মৃত্যুর পরেই বিস্ফোরক তথ্য সামনে আনলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যাকে কেন্দ্র করে রীতিমতো টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন বিজেপির রাজ্য দপ্তরে কলকাতা জোনের বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি রাজু সরকার। কিন্তু এই বৈঠকে একজনের সঙ্গে তার তীব্র বচসা হয়। পরবর্তীতে তা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আর এরপরেই বাইরে বেরিয়ে এসে অসুস্থ বোধ করেন রাজু সরকার। পরবর্তীতে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিজেপির অন্তর্কোন্দল এবং বচসার কারণেই এই তরতাজা যুবকের মৃত্যু হল বলে দাবি করতে শুরু করেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর তার মাঝেই এবার সেই রাজু সরকারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। যেখানে রাজু সরকার সম্প্রতি বিজেপি ত্যাগ করতে চেয়েছিলেন বলে দাবি করতে দেখা গেল তাকে। এদিন এই প্রসঙ্গে কুনালবাবু বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। তবে রাজু যে বিজেপিতে ইস্তফা দিতে চেয়েছিলেন, সেই সংক্রান্ত মেসেজ আমার কাছে আছে। তাই বিজেপি কার্যালয়ে এদিন ঠিক কি ঘটেছিল, সেটা জানা দরকার।”

একাংশ বলছেন, যদি অন্তর্কোন্দলের কারণে অসুস্থ হয়ে মৃত্যু হয় এই যুব নেতার, তাহলে তা যথেষ্ট চাপের কারণ হয়ে দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির কাছে‌। পাশাপাশি এই গোটা ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল যে বিজেপির বিরুদ্ধে আরও বেশি করে ময়দানে নামবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে হেভিওয়েট যুব মোর্চার নেতার মৃত্যুর পরেই নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি যদি সত্যি হয় এবং বিজেপি ছাড়তে চাওয়ার কারনেই যদি বচসা হয়ে অসুস্থ বোধ করে প্রাণ হারান এই যুবনেতা, তাহলে তা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করবে রাজ্যজুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!