এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গুরুত্বপূর্ণ বৈঠক বয়কটের সিদ্ধান্ত, তৃণমূল ও মুকুলের অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু!

গুরুত্বপূর্ণ বৈঠক বয়কটের সিদ্ধান্ত, তৃণমূল ও মুকুলের অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করার পরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মুকুল রায়। আর তারপর থেকেই তার বিধায়ক পদ খারিজ করতে উদ্যত হয় রাজ্যের বিরোধী দল বিজেপি। পরবর্তীতে সেই মুকুল রায় পিএসি কমিটির চেয়ারম্যান হলে আরও বেশি করে সোচ্চার হতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যেখানে তিনি দল পরিবর্তন করেছেন, সেখানে তিনি বিধায়ক থাকতে পারেন না। কিন্তু সেই জায়গায় তাকে কিভাবে এই গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান করা হল এবং বিরোধীদেরকে গুরুত্ব দেওয়া হল না, তা নিয়ে শুভেন্দু অধিকারী মাঝেমধ্যেই সরব হয়েছেন।

আর এবার মুকুল রায়কে চেয়ারম্যান করার জন্য গুরুত্বপূর্ণ পিএসি কমিটির বৈঠকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ মুকুল রায়ের নেতৃত্বাধীন এই পিএসি কমিটিকে যে তারা কোনোভাবেই মান্যতা দিতে চাইছে না, তা সেই বৈঠকে অংশগ্রহণ না করে বুঝিয়ে দিতে চাইছে গেরুয়া শিবির বলেই মনে করছেন একাংশ। সূত্রের খবর, আগামী 30 জুলাই রাজ্য বিধানসভায় প্রথম পিএসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কিন্তু সেই বৈঠকে বিজেপির বিধায়ক হিসেবে যারা সদস্য আছেন, তারা অংশগ্রহণ করবেন না বলেই খবর। .

অর্থাৎ এই কমিটির চেয়ারম্যান থাকা মুকুল রায়কে নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি রয়েছে ভারতীয় জনতা পার্টির। আর এবার সেই আপত্তি একবারে সপ্তমে চড়িয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ না করে তৃণমূল এবং মুকুল রায়কে চাপের মুখে ফেলে দিতে চাইছে পদ্ম শিবির বলেই দাবি একাংশের। ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। কোনোভাবেই যে তারা মুকুল রায়কে এই কমিটির চেয়ারম্যান হিসেবে মেনে নেবেন না এবং সেই কারণেই যে তারা এই বৈঠক বয়কট করতে চলেছেন, তা বুঝিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির বিধায়করা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পিএসির চেয়ারম্যান নিয়োগ অবৈধ। বিজেপির যে সদস্যদের নাম ওই কমিটির জন্য দেওয়া হয়েছিল, তার মধ্যে মুকুল রায় ছিলেন না। কিন্তু তাকেই বিজেপি সদস্য হিসেবে দেখিয়ে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। এই কমিটির বৈঠকে গিয়ে অবৈধ চেয়ারম্যানের নেতৃত্বকে আমরা স্বীকৃতি দিতে চাই না। আমি এবং বিজেপির বিধায়করা এই বৈঠকে উপস্থিত হব না। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের যে বিধায়ক পদ খারিজের যে আবেদন আমরা জানিয়েছি, তার দ্রুত নিষ্পত্তি চেয়ে শীঘ্রই আদালতের দ্বারস্থ হব।”

যদিও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা এই বৈঠকে অনুপস্থিত থাকার কথা জানালেও, তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে বিধানসভায় তৃণমূলের উপ-মুখ্যসচেতক তাপস রায় বলেন, “স্বীকৃতি দেওয়ার ওরা কে? পিএসি বা অন্য কোনো কমিটির চেয়ারম্যান কে হবে, বিধানসভার রীতিনীতি অনুযায়ী সেটা স্পিকারের একটি এক্তিয়ারভুক্ত। বয়কটের সিদ্ধান্ত নিয়ে বিজেপি আসলে ওই কমিটির সদস্য এবং অন্য নির্বাচিত বিধায়কদের অসম্মান করতে চাইছে।”

একাংশ বলছেন, আগেকার বিরোধী দলের মত যে বর্তমান বিরোধী দল বিজেপি নয়, তা দায়িত্ব পাওয়ার পরেই বুঝিয়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে বিভিন্ন বিষয় তুলে ধরে সরকারকে যে তারা চেপে ধরবে, তা জানিয়ে দিয়েছিলেন তিনি। আর সেই মতো করেই পিএসি চেয়ারম্যান নিয়ে আপত্তি জানিয়ে এবার সেই বৈঠক বয়কট করার পথে ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!