এখন পড়ছেন
হোম > রাজ্য > ব্লক সভাপতি বদলে আরো বড় ভাঙ্গনের আশঙ্কায় শাসকদলের অন্দরমহল

ব্লক সভাপতি বদলে আরো বড় ভাঙ্গনের আশঙ্কায় শাসকদলের অন্দরমহল

সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃনমূলের ফল খুব একটা ভালো হয়নি জঙ্গবমহলের জেলাগুলিতে।দলের তরফে অনেকাংশের দাবি ছিল,নেতৃত্বের বদল হলেই এই অঞ্চলে ফের ফুটবে ঘাসফুল।সেই মত দলের তরফে অনেক নেতৃত্বকে বদলও করা হয়েছে।কিন্তু এবার সেই বদল করা নেতৃত্ব দেরকে নিয়েই প্রবল গোষ্টীদ্বন্দ্ব শুরু হল শাসক শিবিরে।

তৃনমূল সূত্রে খবর,সম্প্রতি বাঁকুড়ার ইন্দুপুরের তৃনমূল ব্লক সভাপতি অসিত লায়েকের জায়গায় আনা হয় সৌমিত্র পতিকে। ইন্দুপুরের তৃনমূলের একাংশের দাবি,সৌমিত্র পতিকে তাঁরা মানবেন না।এমনকি এই নতুন ব্লক সভাপতিকে সরানোর জন্যে ইন্দুপুরের শিলডিহা কলেছে বিক্ষোভ সভা করেন তৃনমূলেরই একদল সমর্থকেরা।যেখানে দলের তরফে বেশ কিছু পঞ্চায়েতে জয়ী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূলেরই কিছু নেতৃত্বরা। এদিকে প্রাক্তন ব্লক সভাপতি অসিত লায়েক জানিয়েছেন,”তাঁকে সম্পূর্ন অন্ধকারে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতে তিনি চরম অপমানিত।” এমনকী বাঁকুড়া জেলার তৃনমূল নেতৃত্বের বিরুদ্ধে অসিত লায়েক হুশিয়ারিও দেন যে এইভাবে চলতে থাকলে তিনি অন্য দলে যোগদান করবেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রে খবর,একসময়ে বামেদের গড় বলে পরিচিত এই ইন্দুপুর ব্লকে ঘাসফুল ফোটাতে মুখ্য ভূমিকা নেন এই অসিত লায়েক।এখানেই এই প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীদের দাবি,অসিত লায়েকের নেতৃত্বেই এই অঞ্চলে ভালো ফল করেছে তৃনমূল।এদিন বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে  অসিত লায়েককে ফের ব্লক সভাপতি পদে বসানোর দাবিতে পঞ্চায়েত সমিতির বিদায়ী শিক্ষা কর্মাধ্যক্ষ অসীম পাঠক বলেন,”এলাকার মানুষের নয়নের মনি অসিত লায়েককে সরিয়ে তৃনমূল শীর্ষনেতৃত্ব দালাল ও মাফিয়ারাজের হাতে দল পরিচালনার ভার তুলে দিয়েছে।এই ঘটনা আমরা মানতে পারব না।”অন্যদিকে হাটগ্রাম অঞ্চল তৃনমূল সভাপতি হীরালাল রায়ও অসবাবুর এই মন্তব্যকে সমর্থ করেছেন।তাঁরও দাবি,অসিত লায়েককে সভাপতি পদে ফিরিয়ে না আনলে তাঁরা এই আন্দোলন কোলকাতার তৃনমূল ভবন পর্যন্ত নিয়ে যাওওয়ারও কথা বলেন।

তৃনমূলের অনেকেরই ধারনা,একেই এইসব অঞ্চলে বিজেপি ভালো ফল করেছে,তার ওপর এই ব্লক সভাপতি ঘিরে তৃনমূলের দু দল সমর্থকের মধ্যেকার বিবাদ না মেটাতে পারলে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে জোড়াফুল শিবিরকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!