এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে বিজেপির উথ্থানের মাঝে প্রনবের আরএসএস যাত্রা নিয়ে দুশ্চিন্তায় অধীর চৌধুরী

রাজ্যে বিজেপির উথ্থানের মাঝে প্রনবের আরএসএস যাত্রা নিয়ে দুশ্চিন্তায় অধীর চৌধুরী


সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবকের উদ্যোগে নাগপুরে অনুষ্টিত এক সভায় আমন্ত্রন পেয়েছিলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রবীন কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়।সেখানে যাওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করেন এই কংগ্রেস নেতা।এরপরই তাঁর এই আরএসএসের অনুষ্টানে যাওয়ার ব্যাপারে সম্মতি প্রকাশ করায় মেয়ে শর্মিষ্টা মুখোপাধ্যায় এমনকী কংগ্রেসের শীর্ষনেতাদের প্রনব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতেও দেখা যায়।মেয়ে শর্মিষ্টা বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের মত প্রকাশ করলেও পুত্র তথা কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় নীরব কেন! এ নিয়েও বিস্ময় প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রে খবর,গত বৃহস্পতিবার প্রবীন কংগ্রেস নেতা প্রনব মুখোপাধ্যায়ের এই আরএসএসের অনুষ্টানে যাওয়া নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন,”প্রনব মুখোপাধ্যায় কোনোদিন জনপ্রিয় নেতা ছিলেন না।আসলে তিনি তাঁর জ্ঞানের জন্যেই পরিচিত।মাঝে উনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে একটি আলাদা দলও গড়েছিলেন।পরে ফের কংগ্রেসে ফিরে আসেন।” তবে কেন তিনি যাচ্ছেন নাগপুরের আরএসএসের সভায়! এই প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন,”ভারতীয় রাজনীতিতে প্রখর জ্ঞানের অধিকারী প্রনববাবু।কাজেই তিনিই বলতে পারবেন কেন তিনি এই নাগপুরে যাচ্ছেন।”

রাজ্য বিধানসভায় অঙ্কের কংগ্রেস বিরোধী দল হলেও সাম্প্রতিক কালের পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে বিজেপিই রাজ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।তাই এই সময় প্রনব মুখোপাধ্যায়ের মত কংগ্রেস নেতার আরএসএসের অনুষ্টানে যোগদান রাজ্য বিজেপির কাছে বড় হাতায়ার হবে বলেই মনে করছেন বিধান ভবনের নেতারা।

এদিকে প্রনব মুখোপাধ্যায়ের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যখন তাঁর কন্যা শর্মিষ্টা মুখোপাধ্যায় মুখ খুলছেন,তখন দলের সাংসদ হয়েও পুত্র অভিজিৎ মুখার্জীর নিরবতায় হতাশ অধীর চৌধুরী।বর্তমানে অভিজিৎ মুখোপাধ্যায় রাজ্যের জঙ্গীপুর লোকসভা আসন থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ।বাবার এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে যদি প্রনব পুত্র অভিজিৎ সোচ্চার না হন তাহলে সামনের লোকসভা নির্বাচনে যে দল আর তাঁর প্রতি সদয় হবে না,এদিন ঘুরিয়ে সেই ইঙ্গিতও দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিকে ট্যুইটে ইতিমধ্যেই আহমেদ প্যাটেল প্রনব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্টানে যোগদানের ইচ্ছাপ্রকাশ করা নিয়ে তাঁর বিরোধীতা করেন। সব মিলিয়ে প্রনব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্টানে যোগদানে যখন কিছুটা বিপত্তিতে কংগ্রেস,তখন এই ঘটনাকেই ইস্যু করে হাতকে চাপে রাখতে পথে নামতে পারেন পদ্মের নেতারা।এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!