এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রশান্ত, অভিষেকের পর মমতার গুরুত্বপূর্ণ বৈঠকেও আড়িপাতার অভিযোগ, চাঞ্চল্য রাজ্যে!

প্রশান্ত, অভিষেকের পর মমতার গুরুত্বপূর্ণ বৈঠকেও আড়িপাতার অভিযোগ, চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি দ্যা ওয়ারের পক্ষ থেকে একটি বিস্ফোরক অভিযোগ করা হয়। যেখানে ফোনে আড়িপাতার ব্যাপারে কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। মূলত, বিশিষ্ট রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর থেকে শুরু করে তৃণমূলের বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে আড়িপাতার কথা জানানো হয়। আর এরপর থেকেই রীতিমতো বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করাতে শুরু করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় গোপন বৈঠকেও আড়িপাতা হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ উঠতে শুরু করল। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে।

সূত্রের খবর, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দলের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকেই উন্নত প্রযুক্তির মধ্যে দিয়ে আড়িপাতা হয়েছিল বলে অভিযোগ। এক্ষেত্রে বৈঠকের ভেতর কেউ ফোন ব্যবহার না করলেও, অনেক সময় একটা উন্নত স্পাইওয়্যার সেই ফোনের ভেতর ঢুকিয়ে রাখলে তাতে আড়িপাতা সম্ভব হয়। আর দলের ভেতরকার খবর বাইরে বের করতে কেউ বা কারা সেই চেষ্টা করেছে বলে বর্তমানে অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তৃণমূলের এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আগামী দিনে মৌলিক অধিকার যে আরও বেশি করে খর্ব হওয়ার আশঙ্কা করা হচ্ছে, তা বলাই যায়। প্রসঙ্গত, বারবার এই ফোনে আড়িপাতা নিয়ে অভিযোগ উঠেছে বাংলার রাজনীতিতে। বিরোধী দলের নেতা-নেত্রীরা অভিযোগ করেছেন, শাসক দলের পক্ষ থেকে তাদের ফোন ট্যাপ করা হচ্ছে। এমনকি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতারা এই অভিযোগ সবথেকে বেশি করতে শুরু করেছিলেন। তবে এবার যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মৌলিক অধিকার খর্ব করা নিয়ে অভিযোগ তুলে শুরু করল তৃণমূল নেতৃত্ব, তাতে যথেষ্ট চাপে ভারতীয় জনতা পার্টি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোন নিজস্ব গোপনীয়তার অঙ্গ। এক্ষেত্রে সেই ফোনে সাধারণ মানুষ অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন। কিন্তু সেই কথাতেও যদি কেউ আড়িপাতার চেষ্টা করে, তাহলে তা দুর্ভাগ্যজনক। বর্তমানে দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ফোনে আড়িপাতার কথা বলা হয়েছে। আর তারপরেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচনের আগে দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকেও এই আড়িপাতার চেষ্টা হয়েছে। যাকে হাতিয়ার করে আগামী দিনে তৃণমূল কংগ্রেস বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে বড় আন্দোলনে নামতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!