এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিজেপির হেভিওয়েট বিধায়ক

জল্পনা বাড়িয়ে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিজেপির হেভিওয়েট বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর এবার কেন্দ্রীয় নিরাপত্তায় ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী। কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার আর্জি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে চিঠি দিলেন তিনি।

বিজেপির বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতির কারণে তাঁদের কেন্দ্রীয় নিরাপত্তা দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ভোট পরবর্তী হিংসায় দ্বারা আক্রান্ত হতে পারেন বলে বিজেপির বেশকিছু নবাগত নেতাকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেবার সিদ্ধান্ত নেয়া হয়। তবে, কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিজেপি নেতাদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য আছে। অনেকে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েও দিতে চেয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, দলের কর্মীরা বারবার হিংসার শিকার হচ্ছেন। তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু তিনি পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা। যা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এরপর কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেন তিনি। তাঁর নিরাপত্তার কাজে নিযুক্ত থাকা জওয়ানদের কাজে যোগদানে নিষেধ করে দেন তিনি। এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দিলেন নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের কিছুদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ মিহির গোস্বামী। নির্বাচনে জয়লাভ করেছেন তিনি। এবার তাঁর অকস্মাৎ কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার কারণে জল্পনা তীব্র হয়ে উঠেছে রাজনৈতিক মহলে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!