এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বামেদের প্রার্থী তালিকায় এবার বড়সড় চমক, প্রবীণদের বদলে নবীনদের আগমন

বামেদের প্রার্থী তালিকায় এবার বড়সড় চমক, প্রবীণদের বদলে নবীনদের আগমন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি নির্বাচন কমিশন একুশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। এবারের বিধানসভা নির্বাচন আট দফায় হতে চলেছে। তাই নিয়ে বিতর্কও কম হচ্ছেনা। তবে এখনো পর্যন্ত বাংলার কোনো রাজনৈতিক দলই তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। পাশাপাশি চলছে আসনভিত্তিক চুলচেরা বিশ্লেষণ প্রার্থী ঘোষণার ক্ষেত্রে। তবে সূত্রের খবর, আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন। আর শোনা যাচ্ছে, তারপরে বামেরাও তাঁদের প্রার্থী তালিকা সামনে আনতে পারে। তবে বামেদের প্রার্থী তালিকায় এবার বড় চমক থাকবে বলে মনে করা হচ্ছে।

যদিও রাজ্যের তৃণমূল কিংবা গেরুয়া শিবির ইতিমধ্যেই বড়োসড়ো চমক দেওয়ার অপেক্ষায় প্রার্থী তালিকা নিয়ে। তার মধ্যে বামেরাও এবার সাধ্যমত চমক দিতে চলেছে। ইতিমধ্যেই বামেরা কংগ্রেসের সঙ্গে জোট করেছে এবং আইএসএফকে সেই জোটকে তৈরি করেছে মহাজোট। তবে মহাজোট নিয়ে বিভিন্ন সমস্যা মাথাচাড়া দিচ্ছে। জানা গিয়েছে, প্রথম দফায় 60 টি আসনের মধ্যে বামেরা তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করবে।  এরপর শরিকদের ভাগের আসনগুলি শরিকরা নিজেদের মতন করে ঘোষণা করবে। অন্যদিকে জানা গেছে, এবারের বিধানসভা নির্বাচনে হেভিওয়েট নেতা সূর্যকান্ত মিশ্র লড়াইতে নামছেন না।

এমনকি বাম নেতা আনিসুর রহমানও এবারের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন জনপ্রিয় মুখ এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় থাকছেন না বলে খবর। তবে বিজেপি, তৃণমূলের মতন বাম প্রার্থী তালিকাতেও চমক রাখা হয়েছে। সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী সুশান্ত ঘোষ আবার তাঁর পুরনো তালুক শালবনী থেকে বাম প্রার্থী হিসেবে লড়াইতে নামতে চলেছেন। পাশাপাশি এবারের বাম প্রার্থী তালিকায় জায়গা পাচ্ছেন তপন ঘোষ, দেবলীনা হেমব্রম, তাপস সিনহার মতো ব্যক্তিত্ব। গড়বেতা অঞ্চলে শোনা যাচ্ছে, প্রাক্তন মন্ত্রী তপন ঘোষ প্রার্থী হবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রানিবাঁধ কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন দেবলিনা হেমব্রম। অন্যদিকে সূর্যকান্ত মিশ্রের পরিবর্তে শোনা যাচ্ছে নারায়ণগড় কেন্দ্রে প্রার্থী হবেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সাধারণ সম্পাদক তাপস সিনহা। ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী হিসেবে সামনে আসছে মধুজা সেন রায়ের নাম। অন্যদিকে পাঁশকুড়ার বর্তমান বিধায়ক ইব্রাহিম আলিই একুশের বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে এবারের বাম প্রার্থী তালিকায় একগুচ্ছ তরুণ মুখ দেখা যেতে পারে। সূত্রের খবর, একুশের বিধানসভা নির্বাচনে জেএনইউয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষ প্রার্থী হতে পারেন।

এছাড়াও ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী দীপ্সিতা ধরকেও প্রার্থী হিসাবে সামনে আসতে পারেন । এছাড়াও তরুণ মুখ হিসেবে সামনে আসতে চলেছে শতরূপ ঘোষ, সায়নদেব বন্দোপাধ্যায়সহ আরও বেশ কয়েকজন। খুব স্বাভাবিকভাবেই এবারের বিধানসভা নির্বাচনে বামেদের পক্ষ থেকে তরুণ মুখ সামনে আশায় ভোটদাতাদের চিন্তাভাবনার বদল হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আপাতত দেখার, তারুণ্যের হাত ধরে বামেরা তাঁদের হারানো জায়গা ফিরে পায় কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!