এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > যাকে-তাকে লালবাতি, নীলবাতি ওয়ালা গাড়ি আর নয়, এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ ও পরিবহন

যাকে-তাকে লালবাতি, নীলবাতি ওয়ালা গাড়ি আর নয়, এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুলিশ ও পরিবহন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবের গ্রেফতার হওয়ার পর আরও বহু ভুয়ো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে অনেকেই সরকারি লালবাতি, নীলবাতি ওয়ালা গাড়ি পর্যন্ত ব্যবহার করত, পুলিশের চোখে ধুলো দিয়ে। এরপর এ বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য জানতে চায় কলকাতা হাইকোর্ট। রাজ্যে কতজন ব্যক্তি লালবাতি, নীলবাতি ওয়ালা গাড়ি ব্যবহার করেন, তার সম্পূর্ণ তথ্য হাইকোর্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয়। এর সঙ্গে সঙ্গে কতজনের গাড়িতে সাদা কাঁচের বদলে কালো কাঁচ রয়েছে, তাও রাজ্যের কাছে জানতে চায় হাইকোর্ট।

এরপর এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের পরিবহন দপ্তর। একের পর এক ভুয়ো অফিসার লাল-নীল বাতিওয়ালা গাড়ি ব্যবহার করেছে, যাদের মধ্যে অনেককেই ধরা সম্ভব হয়েছে। এবার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দপ্তর। এখন থেকে কারা গাড়িতে লালবাতি, নীলবাতি ব্যবহার করতে পারবেন? তার তালিকা পুলিশের কাছে পাঠানো হলো পরিবহন দপ্তরের পক্ষ থেকে। গত ২০১৪ সালের ১৯ সে জুন এ বিষয়ে একটি তালিকা তৈরি করেছিল রাজ্যের পরিবহন দপ্তর। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই ধরনের নির্দেশ পাবার পর তা করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে। যেখানে পরিষ্কার জানানো হয়, একমাত্র রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, হাইকোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, রাজ্যের পূর্ণমন্ত্রী, বিধানসভার স্পিকার, বিরোধী দলনেতা প্রমুখরা গাড়িতে ফ্ল্যাসার দেওয়া লাল বাতি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে, বিধানসভার ডেপুটি স্পিকার, রাজ্যের প্রতিমন্ত্রী, ভারতরত্ন প্রাপ্ত ব্যক্তিরা ফ্ল্যাসার দেওয়া লালবাতি গাড়িতে ব্যবহার করতে পারবেন না।

মুখ্যসচিব গাড়িতে লাল বাতি ব্যবহার করতে পারবেন। ভারতরত্ন প্রাপ্ত ব্যক্তি, জেলাশাসক, পুলিশ সুপার গাড়িতে লাল বাতি ব্যবহার করতে পারবেন। আবার, রাজ্য পুলিশের ডিজি, পুলিশের পদাধিকারীরা লাল বাতি ব্যবহার করতে পারবেন না। দমকল, পুলিশ, সিভিল ডিফেন্স, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার মতো জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত থাকা গাড়িতে লালবাতির পরিবর্তে লাল, নীল, সাদা বাতি ব্যবহার করা যাবে।

উল্লিখিত তালিকাতে মোট ১৯ জন ব্যক্তির কথা কাছে। এই তালিকা ২০১৪ সালের ১৯ সে জুন করা হয়েছিল রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে। এরপর তা পাঠানো হয়েছিল পুলিশের কাছে। এবার, এই তালিকা আবার পুলিশের কাছে পাঠানো হয়েছে। স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে, কারা গাড়িতে লালবাতি, নীলবাতি, ফ্ল্যাসার ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে এখন থেকে কঠোর হতে চলেছে পরিবহন দপ্তর ও পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!