এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুর্গাপুজোর আগেই ভাঙছে তৃণমূল, অমিত শাহের হাত ধরে একাধিক হেভিওয়েট যোগ দিচ্ছেন বিজেপিতে! সৌজন্যে মুকুল রায়!

দুর্গাপুজোর আগেই ভাঙছে তৃণমূল, অমিত শাহের হাত ধরে একাধিক হেভিওয়েট যোগ দিচ্ছেন বিজেপিতে! সৌজন্যে মুকুল রায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই নিজের প্রাক্তন দলের অস্বস্তি বাড়িয়ে দেন মুকুল রায়। একের পর এক হেভিওয়েট সাংসদ থেকে শুরু করে বিধায়কদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করান তিনি। তবে মাঝে সেই যোগদান পর্ব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

অনেকে বিজেপিতে আসতে চেয়েও আর সেই সিদ্ধান্ত নেননি। কেননা তৃণমূলের অনেক নেতার কাছে সংশয়র হয়ে দাঁড়িয়েছিল যে, যে মুকুল রায় বিজেপিতে গিয়ে পদ পাচ্ছেন না, সেখানে যদি তারা যান, তাহলে তাদেরকেও বসিয়ে রাখা হবে।

তবে সাম্প্রতিক কালে মুকুল রায়কে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর মুকুল রায় যে আবার তৃণমূলের ঘর ভাঙতে উদ্যত হবেন, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ সূত্র মারফত খবর, ইতিমধ্যেই তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা এবং বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন।

আর এই সমস্ত নেতাদের তালিকা তৈরি করে তা দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আর এই গোটা প্রক্রিয়ার পেছনে মুকুল রায়ের কৌশল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কবে হবে এই দলবদল, তা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, আগামী 17 অক্টোবর শিলিগুড়িতে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই তার এই সফর। আর সেই সফরেই তৃণমূলের অনেক হেভিওয়েট বিধায়ক তার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন, সৌজন্যে সেই মুকুল রায়। যদিও মুকুল রায় বা বিজেপির তরফ থেকে এই নিয়ে সরকারিভাবে কোনো কিছু ঘোষণা হয়নি। তবুও নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির অন্দরের এক নেতার দাবি যদি তেমন কিছু বিপত্তি না ঘটে তবে পুজোর আগেই তৃণমূলের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে, যোগ দিচ্ছেন অনেকেই, তার মধ্যে রয়েছেন চমকে দেওয়ার মতো নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই সেই সমস্ত জনপ্রতিনিধিদের তালিকা তৈরি করে রেখেছেন মুকুল রায়। আর যদি অমিত শাহের সফরে তৃণমূলের হেভিওয়েট জনপ্রতিনিধিরা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন, তাহলে তা যে তৃণমূলের কাছে বড়সড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, মুকুল রায় খুব ভাল করেই জানেন কিভাবে ব্যাট করতে হবে। দল ভাঙানোর খেলায় তিনি ওস্তাদ। অতীতেও তৃণমূলের অস্বস্তি এই ব্যাপারে বাড়িয়ে দিয়েছেন তিনি। আর এবার দায়িত্ব পাওয়ার সাথে সাথেই গোপনে সেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিতে তিনি নিজের মত করে তালিকা তৈরি করেছেন। তবে যদি এই সম্ভাবনা সত্যি হয়, তাহলে বিধানসভা নির্বাচনের আগে দুর্গাপুজোর আবহে তৃণমূলের ভাঙ্গন বঙ্গ রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে এই দল ভাঙ্গনের ব্যাপার নিয়ে বিস্তর জল্পনা তৈরি হলেও, সেই ব্যাপারে মুকুল রায় বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য শোনা যায়নি। তবে একাংশ প্রায় নিশ্চিত যে, মুকুল রায় যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন, তখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের ঘর ভাঙতে তিনি অনেকটাই উদ্যোগী হবেন।

তবে সেটা অমিত শাহের এই সফরকালে যদি হয়, তাহলে দুর্গাপুজোর আগে তৃণমূলের চাপ অনেকটাই বাড়িয়ে দেবেন মুকুল রায়। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সত্যি সত্যিই অমিত শাহের সফরের সময় তৃণমূলের একাধিক হেভিওয়েট জনপ্রতিনিধি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!