এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > রাজ্যের অস্বস্তি বাড়িয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ বাম শিবিরের

রাজ্যের অস্বস্তি বাড়িয়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ বাম শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভে সামিল হল বাম শিবির। সিপিএমের ছাত্র, যুব, মহিলা সংগঠন দুদিন ধরে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়, আজও ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছে বাম শিবির। গতকাল রাজ্যজুড়ে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে পথে নামে বাম শিবির। আদালতের তত্ত্বাবধানে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তের দাবি উঠেছে সিপিএমের পক্ষ থেকে। সেই সাথে রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার দাবি তুলেছে সিপিএম।

গত সোমবার কলকাতা পুরসভা ও স্বাস্থ্য ভবনের সামনে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ কর্মসূচি চলে। যে কর্মসূচিতে যোগদান করেছিল এসএফআই, ডিওয়াইএফআই ,গণতান্ত্রিক মহিলা সমিতি। তাঁদের বিক্ষোভের ফলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় পুরসভা ও স্বাস্থ্য ভবনের সামনে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ। বহু জায়গায় বিক্ষোভকারীদের লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বেশ কিছু বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করেছে বলেও অভিযোগ করা হয়েছে বামেদের পক্ষ থেকে।

পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছে বাম শিবিরের পক্ষ থেকে। দুদিন ধরে রাজ্যের সর্বত্র প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছিল সিপিএম। কলকাতা সহ সারা রাজ্যে গতকাল পথে নামতে দেখা যায় সিপিএম এর একধিক গণসংগঠনকে। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সমস্ত রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবি তোলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল এসইউসির রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি দিয়েছেন। আদালতে কর্মরত বিচারপতির নেতৃত্বে ভ্যাকসিন কান্ডের বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। এই চিঠিতে তিনি লিখেছেন যে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পুরসভা, পুলিশের বিরুদ্ধে হালকা মন্তব্য করে নিজের দায় এড়িয়ে গিয়েছেন বলে, মনে করছেন তাঁরা। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা দিয়ে যদি তদন্ত করা হয়, তবে সত্য উদঘাটিত হওয়ার পরিবর্তে ধামাচাপা দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এ কারণেই বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন তিনি।

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু গতকাল জানিয়েছেন যে, শাসকদল তৃণমূলের মন্ত্রী,সাংসদ, কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য ও সরকারি আমলাদের অনেকের সঙ্গেই ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের অবাধ যাতায়াত ছিল। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্তে আদালতের তত্ত্বাবধানে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে বিমান বসু আরও জানিয়েছেন যে, যেহেতু সরকারি দলের প্রভাবশালী ব্যক্তি ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছেন বলে, অভিযোগ উঠেছে ও এর প্রাথমিক তথ্য প্রমাণ জনসমক্ষে এসে পৌঁছেছে, ইতিমধ্যেই আদালতে বেশকিছু মামলাও দায়ের করা হয়েছে, তাই এই ঘটনার তদন্ত আদালতের তত্ত্বাবধানেই করার দাবি করেছেন তিনি।
গতকাল রাজ্যের একাধিক স্থানে বামের বিক্ষোভ চলল। তবে, বড় কোনো গন্ডগোলের ঘটনার খবর পাওয়া যায়নি। আজ আবার এই ঘটনার প্রতিবাদে পথে নামতে চলেছে বাম শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!