এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতাকে পেছন থেকে ধাক্কা! কে ঘটালো এত বড় ঘটনা? জোর চাঞ্চল্য!

মমতাকে পেছন থেকে ধাক্কা! কে ঘটালো এত বড় ঘটনা? জোর চাঞ্চল্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বৃহস্পতিবার সন্ধ্যাতে হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যায় যে, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন। আর তার কপাল ফেটে রক্ত পড়ছে। স্বাভাবিকভাবেই এই ছবি তার সমর্থনে কথা বলা মানুষ হোক বা তার বিপক্ষে কথা বলা মানুষ, কেউ কিন্তু ঠিকমত গ্রহণ করতে পারেননি। সকলের মনেই প্রশ্ন জাগে যে, কিভাবে ঘটল এই ঘটনা? রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি জেট ক্যাটাগরির নিরাপত্তা পান, তিনি বাড়িতে থাকা অবস্থায় এত বড় ঘটনা ঘটে গেল, অথচ তার ফার্স্ট এডের ব্যবস্থা না করে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল পর্যন্ত নিয়ে আসতে হল কেন? কেন বাড়িতে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে নিয়ে আসা হলো না? তবে এইসব প্রশ্ন যখন উঠছে, ঠিক তখনই এক ভয়ঙ্কর তথ্য সামনে এলো। যেখানে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে মেডিকেল বুলেটিন, সেই বুলেটিনে যে তথ্য দেখা গেল, তাতে অনেকেই চমকে উঠবেন। অনেকে বলছেন, মুখ্যমন্ত্রীর পারিবারিক কলহ কোন জায়গায় পৌঁছেছে, সেটা সকলেই দেখেছেন। নিজের ভাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। আর তার পরদিনই বাড়িতে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা এবং মেডিকেল বুলেটিনে উঠে আসা তথ্য কিন্তু ভয়ংকর ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সেখানে কি তথ্য রয়েছে? যা নিয়ে এত চর্চা শুরু হয়েছে!

সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে পক্ষ থেকে যে মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীকে বাড়িতে থাকা অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই তুমুল চর্চা শুরু হয়েছে। নানা কৌতুহল, নানা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। অনেকে বলছেন, বাড়ির ভেতরেই কি তাহলে ঘর শত্রু বিভীষণ রয়েছেন? কেননা বাইরের লোক কখনও মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে পারবেন না। এটা কার্যত অসম্ভব। তিনি যে ক্যাটাগরির নিরাপত্তা পান, তার বাড়ির সামনে যে পরিমাণ পুলিশ প্রশাসনের আধিকারিকরা থাকেন, তাতে তাদের টোপকে তার বাড়িতে ঢোকা যতটা মুখে বলা হচ্ছে, ততটা সহজ নয়। তাই তার বাড়ির ভেতরেই এমন কেউ ছিলেন, হয়ত তাদের দ্বারাই ধাক্কা খেয়ে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন। না, আমরা এই কথা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি না যে, মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরেই তার সন্দেহভাজন কেউ রয়েছেন। কিন্তু মেডিকেল বুলেটিনে উঠে আসা তথ্য তো এই সমস্ত প্রশ্ন তুলে দিচ্ছে। এটা আর চার পাঁচ জন সাধারণ মানুষ হলে না হয় মেনে নেওয়া যেত। কিন্তু এটা তো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘটে গেল। বাড়িতে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রীকে ধাক্কা কে মারলো, এই প্রশ্নটাই এখন গভীর সন্দেহ এবং আশঙ্কার সৃষ্টি করছে।

পর্যবেক্ষকদের মতে, অনেক সময় এটাও হয় যে, ব্লাড প্রেসার বেড়ে গেলে মনে হয় কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সেরকম কিছু অনুভূত হয়েছে কিনা, সেই খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু বুলেটিনে প্রকাশিত তথ্য রীতিমতো মারাত্মক। অন্তত রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যখন এমন ঘটনা ঘটেছে, তখন এই বিষয় নিয়ে একটা গভীর তদন্ত হওয়া প্রয়োজন। আর যাই হোক, রাজ্যের মুখ্যমন্ত্রীর তো বয়স অনেক। তাহলে পারিবারিক ভাবেও তো তার প্রতি তার পরিবারের সদস্যদের খেয়াল রাখা উচিত ছিল। রাজনৈতিক ভাবে, প্রশাসনিকভাবে তার ওপর যখন এত চাপ রয়েছে, তখন তাকে একা রেখে তার পরিবারের সদস্যরা কোথায় গেলেন? শোনা যায় যে, তার খেয়াল রাখার জন্য তার সঙ্গে একজন সর্বক্ষনের সঙ্গী থাকেন, তাহলে সে তখন কি করছিল? যে যাই বলুন না কেন, মেডিকেল বুলেটিনে প্রকাশিত তথ্য কিন্তু ভয়ংকর কথা বলছে। যদি সত্যিই এটা হয়, যদি সত্যিই মুখ্যমন্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু এই প্রশ্ন উঠবে যে, ঘর শত্রু বিভীষণ নেই তো? মুখ্যমন্ত্রী নিজের পরিবারের মধ্যেই নিরাপদ তো? কারণ রাজনৈতিকভাবে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করতে পারেন বা অপছন্দ করতে পারেন, কিন্তু দিনের শেষে তিনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী। আমার মুখ্যমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী। তাই তার সুস্থতা, তার সুস্থ ভাবে বেঁচে থাকা এবং তার সফল জীবন কামনা করা আমাদের সকলের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। তাই তার নিরাপত্তায় যদি তার বাড়িতেই গাফিলতি তৈরি হয়, তাহলে নিঃসন্দেহে রাজ্যের মানুষের মনে বড় প্রশ্ন দানা বাঁধবে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!