শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে নৌকাডুবির শিকার তৃণমূল সমর্থকরা বিশেষ খবর রাজ্য December 7, 2017 ডেবরাতে শুভেন্দু অধিকারীর সমাবেশ থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের সদর ব্লকের পাথরা এলাকায় নৌকাডুবির সম্মুখীন হলেন তৃণমূল সমর্থকেরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মাঝির অসাবধানতাবশত নৌকাটি উল্টে যায় এবং ওই সময়ে নৌকাতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। কংসাবতী নদীতে নৌকা পারাপারের সময় সকলেই জলে পড়ে যান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সকলকেই উদ্ধার করা গেলেও ৭ জন জলে ডোবার ধাক্কায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা যাচ্ছে। অসুস্থ যাত্রীদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিত্সার পর ৫ জনকে ছেড়ে দেওয়া হলেও নৌকার চালক সহ একজন এখনও হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে। আপনার মতামত জানান -