এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গোষ্ঠী কোন্দলের জেরেই কি পদ হারালেন? সৌমিত্রকে নিয়ে কি বললেন দেবজিৎ?

গোষ্ঠী কোন্দলের জেরেই কি পদ হারালেন? সৌমিত্রকে নিয়ে কি বললেন দেবজিৎ?


2019 এর লোকসভা নির্বাচনে উল্লেখযোগ্য ফল করার পর থেকেই রাজ্য বিজেপির আত্মবিশ্বাস যে তুঙ্গে, সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে আর এক বছর পর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তাই ক্ষমতা হাতবদল করার লক্ষ্যে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল আসরে নেমে পড়েছে। সম্প্রতি রাজ্য বিজেপিও আগামী বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখেই তাঁদের রাজ্যের সাংগঠনিক কমিটি সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করল। নতুন সাংগঠনিক কমিটির মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকটি মুখ চোখে পড়ছে।

তার মধ্যে অন্যতম হলেন একসময়ের তৃণমূলের ঘরের ছেলে, বর্তমানে বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ। নতুন সংগঠনের তালিকা অনুযায়ী সৌমিত্র খাঁ বিজেপির দেবজিৎ সরকারকে সরিয়ে তাঁর জায়গায় যুব কমিটির সভাপতি হয়েছেন। এই পরিবর্তনে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, তবে কি এবার বিজেপির আকাশেও দেখা দিল গোষ্ঠীদ্বন্দ্বের কালো মেঘ? কিন্তু সমস্ত জল্পনাকে এক কথায় নাকচ করে দিয়েছেন প্রাক্তন বিজেপির যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, গোষ্ঠীদ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দলের সংস্কৃতি শাসক দলে থাকলেও বিজেপির অন্দরে তা নেই। সৌমিত্র খাঁ এর যুব কমিটির সভাপতি হওয়ার পর রাজনৈতিক মহলে এমন কথাও শুনতে পাওয়া যাচ্ছিল যে মুকুল রায়ের গোষ্ঠীকে কিছুটা সুবিধা পাইয়ে দেওয়া হলো। তবে এ ব্যাপারে দেবজিৎ সরকার তাঁর মতামত তুলে ধরেছেন। তিনি জানান, সৌমিত্র খাঁ শাসকদলের থেকে আসলেও বর্তমানে তিনি সম্পূর্ণভাবে বিজেপির হয়ে কাজ করছেন। এমনকি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে তিনি সাংসদ পদ লাভ করেছেন। তাই যুব মোর্চার সভাপতি নিয়ে যে জল্পনা চলছে তা নিতান্তই ভ্রান্ত। এরপর দেবজিত সরকার শাসকদলের গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খোলেন।

তাঁর মতে, “BJP-র কাছে ব্যক্তির আগে বড় দল ৷ আর দল থেকে বড় দেশ ৷ কিন্তু, তৃণমূলের কাছে সেটা উলটো ৷ তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যেই মারামারি করেন ৷ যেমন হয়েছিল তৃণমূল বিধায়ক অশোক দেবের ক্ষেত্রে ৷ BJP এই ধরনের রাজনীতি করে না ৷” আপাতত সৌমিত্র খাঁ না দেবজিৎ সরকার এই তর্ককে দূরে সরিয়ে রেখে বিজেপির প্রত্যেকে এই মুহূর্তে 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যে কারণে সাংগঠনিক রদবদল হল বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি যেভাবে দলকে প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে ঘষে মেজে তৈরি করছে, তাতে সামনের দিনে তাঁরা যে রীতিমতো শাসক দলকে টক্কর দেবে তা একরকম নিশ্চিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!