এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলা থেকে ১৮ সাংসদের জোর এবার দিল্লিতে তৃণমূলকে হাড়ে হাড়ে টের পাওয়াতে শুরু করল বিজেপি!

বাংলা থেকে ১৮ সাংসদের জোর এবার দিল্লিতে তৃণমূলকে হাড়ে হাড়ে টের পাওয়াতে শুরু করল বিজেপি!


প্রায় বিভিন্ন সময়ে “বাংলায় গণতন্ত্র নেই” বলে দাবি তুলতে দেখা যায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের। এমনকি সেই গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তারা যতদূর যাওয়ার যাবেন বলেও হুঁশিয়ারি দেন বঙ্গ বিজেপির অনেক নেতা। আর এবার কি নিজেদের সেই রাস্তাকে বেছে নিয়ে সরাসরি রাষ্ট্রপতির কাছে চলে গেলেন বিজেপির 18 জন সাংসদ? সূত্রের খবর, বাংলায় আইনশৃংখলার অবনতি, অনেক স্কুলে সরস্বতী পুজো না হওয়া, গঙ্গারামপুরে এক মহিলার ওপর নির্যাতন সহ একগুচ্ছ বিষয়ে এদিন রাষ্ট্রপতি কাছে অভিযোগ জানান পশ্চিমবঙ্গ থেকে জয়ী বিজেপির 18 জন সাংসদ।

আর এই ঘটনা এখন রাজ্যের শাসকদলের অস্বস্তিকে বাড়িয়ে দেবে। কেননা রাজ্যের আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে পশ্চিমবঙ্গের শাসকদলের বিরুদ্ধে এতদিন মুখেই নানা অভিযোগ করত ভারতীয় জনতা পার্টি। কিন্তু এবার তা সরাসরি রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ায়, তৃণমূলের চিন্তার ভাঁজ অনেকটাই বাড়বে বলে দাবি বিশেষজ্ঞদের। কিন্তু কি কি বিষয়ে রাষ্ট্রপতিকে অভিযোগ জানিয়েছেন বাংলার 18 জন বিজেপি সাংসদ? বস্তুত, সম্প্রতি গঙ্গারামপুরে রাস্তা তৈরিকে কেন্দ্র করে এক মহিলার ওপর অত্যাচারের অভিযোগ ওঠে তৃণমূল নেতা এবং পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে, এক মহিলার জায়গা দিয়ে সরকারি রাস্তা তৈরি হচ্ছিল। আর সেই সময় রাস্তা তৈরি করতে তিনি বাধা দেওয়ায় তার পায়ে দড়ি বেঁধে তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। আর যে ঘটনা এখন রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতাকে বহিষ্কার করেছে শাসকদল। কিন্তু তা সত্ত্বেও গঙ্গারামপুরের ঘটনা সহ রাজ্যের আইন শৃংখলার অবনতি এবং বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো না হওয়ায় রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানালো বঙ্গ বিজেপির সাংসদেরা।

জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই রাষ্ট্রপতির কাছে এই অভিযোগ জানিয়েছেন বিজেপির 18 জন সাংসদ। এদিন এই প্রসঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বাইরে বেরিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে এক মহিলার উপর যেভাবে অত্যাচার হয়েছে, সেই ব্যাপারে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। রাজ্যে নারী নির্যাতন অনেকটাই বেড়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সব বিষয়গুলো রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে।”

এদিকে রাষ্ট্রপতির কাছে দলের 18 জন সাংসদ অভিযোগ জানানো নিয়ে প্রতিক্রিয়া দেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, “রাজ্যে কমপক্ষে 1000 বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সরকারি কোষাগারের টাকা খরচ করে বিজ্ঞাপন দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করা হচ্ছে। সব বিষয় রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।” বিশেষজ্ঞরা বলছেন, এতদিন বিজেপি মুখেই শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হত। কিন্তু এবার কাগজে-কলমে একদম ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে এই ব্যাপারে একগুচ্ছ অভিযোগ করে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দিল। এখন গোটা পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে মোড় নেয়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!