এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সিজিও কম্প্লেক্সে তোড়জোড় শুরু, এখানে নয় শ্রীকান্ত মোহতাকে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বর

সিজিও কম্প্লেক্সে তোড়জোড় শুরু, এখানে নয় শ্রীকান্ত মোহতাকে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বর

24 কোটি টাকা প্রতারণার অভিযোগে গতকাল রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে ভেঙ্কটেশ ফিল্মস কর্ণধার শ্রীকান্ত মোহতাকে। আর যে ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে সারা বাংলা। জানা যায়, গতকাল দীর্ঘক্ষন জেরার পর সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় শ্রীকান্ত মোহতাকে। কিন্তু ঠিক কী কী অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে?

কেনই বা গ্রেপ্তার করা হল ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধারকে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রাজনৈতিক ষড়যন্ত্র? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, রোজভ্যালির কর্তা গৌতম কুন্ডুর সঙ্গে প্রায় ফিল্মের ব্যাপারে প্রায় 24 কোটি টাকার চুক্তি হলেও একটিও শুটিং ফ্লোরে নিয়ে যাননি মোহতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি ব্যবসা বাড়াতে রোজভ্যালির গৌতম কুন্ডু সঙ্গে প্রভাবশালীদের পরিচয় করানোরও প্রতিশ্রুতি দেন তিনি। আর এই সমস্ত কথা স্বীকার করার পরই গ্রেফতার করা হয় শ্রীকান্ত মোহতাকে। অন্যদিকে ভেঙ্কটেশ ফিল্মসের কর্নধারের কাছ থেকে বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর না পাওয়ায় সন্দেহ হয় সিবিআইয়ের।

আর এরপরই সেই শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, চিটফান্ড বানিং অ্যাক্ট সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে শ্রীকান্ত মোহতাকে দিয়ে যদি আরও কোনো প্রভাবশালীর খোঁজ পাওয়া যায় সেই কারণে ইতিমধ্যেই তাঁর তিনটি মোবাইল ও ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে সিবিআই।

সূত্রের খবর, আজ আদালতে তাকে তোলার পরেই এই ভেঙ্কটেশ ফিল্মস কর্ণধারকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার ব্যাপারে তদবির করা হবে। সব মিলিয়ে এবারে সিবিআইয়ের জালে ধরা পড়ার সাথে সাথেই শ্রীকান্ত মোহতাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়ার তদবির শুরু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!