এখন পড়ছেন
হোম > রাজ্য > নোয়াপাড়া নিয়ে মুখ খুললেন রাহুল সিনহা

নোয়াপাড়া নিয়ে মুখ খুললেন রাহুল সিনহা

নোয়াপাড়া উপনর্বাচনিতে দ্বিতীয় স্থান লাভ করবার পর শাসকদলকে তোপ দাগলেন বিজেপি নেতা রাহুল সিনহা।এদিন তিনি বলেন,আগামী বছরের লোকসভা নির্বাচন তৃণমূলের শেষদিন।পাশাপাশি তিনি বলেন,সঠিক ভাবে নোয়াপাড়ার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে কোনো ভাবেই ৬৩ হাজার ভোটে জয় লাভ করতে পারবে না তৃণমূল কংগ্রেস।

ফেসবুক পেজে কিছু অসুবিধার জন্য সব পোস্ট করা যাচ্ছে না.তাই আমাদের নিউস পেতে চোখ রাখুন আমাদের ওয়েব পেজ এ -http://bengali.priyobandhu.com

এদিন রাজ্যের পালাবদলের প্রসঙ্গকে সামনে তুলে বলেন, “কংগ্রেস, বামেদের অস্তিত্ব নেই। তৃণমূলের উপর মানুষ আস্থা হারিয়েছেন। আগামী দিনে রাজ্যের মানুষ পালাবদল দেখতে চলেছেন, তারই স্পষ্ট ইঙ্গিত এই উপনির্বাচনের ফলাফল।”

এদিন তিনি বলেন,আগের মতো ছাপ্পার দ্বারা ভোট দেবার ব্যবস্থা থাকলে কোনো ভাবেই ৬৩ হাজার ভোটে জয় লাভ করতে পারতো না শাসকদল।পাশাপাশি তিনি বিশ্বাসের সঙ্গে বলেন,এই বছরই হলো তৃণমূলের শাসনকালের শেষ বছর।আগামী বছরের লোকসভা নির্বাচনে চোখেই দেখা যাবে না তাদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!