এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনার জীবনে ধাগা পরার শুভাশুভ প্রভাব সম্পর্কে জানুন বিস্তারিত।

আপনার জীবনে ধাগা পরার শুভাশুভ প্রভাব সম্পর্কে জানুন বিস্তারিত।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অনেককেই আজকাল হাতে বা পায়ে বিভিন্ন রকমের সুতো বা ধাগা পরে থাকতে লক্ষ্য করা যায়। তা যেরকম আপনার স্টাইল স্টেটমেন্টকে বোঝায়, তেমনভাবেই অনেকে এটিকে ফ্যাশন বলেও মনে করেন। তবে অনেকের মতে এই ধাগার অনেক রকম শুভ অশুভ ফল থাকে। ছোটবেলার সাধারণত বাচ্চাদের গলায়, হাতের বা পায়ে এমনকি কোমরেও বিভিন্ন কাল বা লাল রঙের সুতো বাঁধা থাকতে দেখা যায়। বলা হয়, এমন সুতো পরিয়ে দিলে অনেক সময় বাচ্চারা নজর লাগা থেকে রক্ষা পায়। কিন্তু স্বভাবতই বেশিরভাগ মানুষ একে কুসংস্কার বলে মনে করলেও আপনার জীবনে কিন্তু বিভিন্ন ধাগার বিভিন্ন রকম উপকারিতা এবং অপকারিতা দুই প্রভাব ফেলতে পারে। তবে এদের মধ্যে থেকে কালো ধাগা সব থেকে বেশি পরিচিত। তাই এই ধাগা পরার আগে এটি সম্পর্কে পুঙ্খানপুঙ্খভাবে জেনে নেওয়া দরকার।

নিয়ম:- সাধারণত সুতোটি পরার আগে তাতে ৯টি গিঁট দিতে হয় বলে বলা হয়। তবে এই গিঁটের সংখ্যা অবশ্যই বিজোড় সংখ্যা হতে হবে। সেই সঙ্গে সুতা ধারণ করার সময় মন্ত্র পড়ে, শুভ মুহূর্তে এটি ধারণ করা উচিত। সেক্ষেত্রে ব্রহ্ম মুহূর্তকেই শুভ বলে মনে করা হয়। অনেকের মতে, কালো সুতো পরার সময় রুদ্র গায়েত্রী মন্ত্র জপ করলে ভালো হয়। এতে কালো সুতোর শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। সুতা পরার সময় হাতে ২,৪,৬ বা ৮টি প্যাঁচে সুতো পরার নিয়ম। অর্থাৎ সংখ্যাটি হবে জোড় সংখ্যা। যদি হাতে আগে থেকেই লাল বা হলুদ সুতো থাকে তা হলে কালো সুতো পরা উচিৎ নয় বলেই মনে করা হয়। এছাড়া বলা হয় শনিবার এই সুতো পরার ক্ষেত্রে শুভ। কারণ কালো শনিদেবতার পছন্দের রং। আর যেহেতু কালো রং শনির প্রতীক, তাই অবশ্যই আপনার জীবনে শনির কেমন দশা চলছে তা জেনে নিয়েই কালো ধাগা পরা উচিত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভ-অশুভ প্রভাব:- জ্যোতিষ বিদদের কথা অনুযায়ী মকর,কুম্ভ ও তুলা, এই তিন রাশির জাতক জাতিকাদের জন্য কালো রং ও কালো সুতা উপকারী। এই তিন রাশির জাতক জাতিকারা সহজেই কালো সুতা পরতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই নিয়ম মেনেই সুতো পরা উচিৎ। নাহলে জাতক জাতিকার জীবনে ধাগার কুপ্রভাব পড়তে পারে বলে মনে করা হয়। তবে ধাগা পরার ক্ষেত্রে এই সমস্ত জাতক বা জাতিকার কোষ্ঠীতে কোনরকম দোষ আছে কিনা সেটাও কিন্তু দেখে নেওয়া বাধ্যতামূলক বলেই মনে করেন বিভিন্ন জ্যোতিষবিদ।

এছাড়া, বৃশ্চিক রাশি ও মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কালো সুতা শুভ নয় বলেই মনে করা হয়। জ্যোতিষ বিদদের মতে এই দুটি রাশিকে নিয়ন্ত্রণ করে মঙ্গল। আর মঙ্গলের কালো রং একেবারেই পছন্দ নয়, তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য কালো রং শুভ নয়। কালো রং এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সিদ্ধান্তহীনতা এনে দেয় এবং তাদের জীবনে বিপদের মাত্রা বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হয়। তবে যদি কালো সুতো পরার পর কোন রকমের সমস্যা দেখা যায়, তবে সঙ্গে সঙ্গে সেই সুতো খুলে ফেলাই উচিত বলে মনে করেন জ্যোতির্বিদরা। সেক্ষেত্রে জাতক বা জাতিকা যে কোন রাশিরই হোক না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই এই নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!