এখন পড়ছেন
হোম > অন্যান্য > রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা, রাজনৈতিক চাপানউতোরে বাড়ছে বিতর্কের পারদ

রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনা, রাজনৈতিক চাপানউতোরে বাড়ছে বিতর্কের পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই ব্যারাকপুর শিল্পাঞ্চলটি স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত হয় এবং সে জায়গায় টিটাগড়, কাঁকিনাড়া, ভাটপাড়ার নাম আলাদা করে বলতেই হয়। সাম্প্রতিককালে এই এলাকাগুলিতে ব্যাপকভাবে দাঙ্গা-হাঙ্গামার কথা সামনে এসেছে। আর এবার ভোট পরবর্তী হাঙ্গামা। গত শনিবার কামারহাটির তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমাবাজি নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে উঠেছে। তারমধ্যে এবার টিটাগড়ের তৃণমূলের পার্টি অফিসের সামনে রোববার রাতে ব্যাপক বোমাবাজি হলো বলে জানা গিয়েছে।

আর তাই নিয়ে এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। সূত্রের খবর, টিটাগড় পুরসভার 10 নম্বর ওয়ার্ডে রবিবার রাতে হঠাৎ করেই তৃণমূল পার্টি অফিসের সামনে ব্যাপক বোমাবাজি করা হয়। তৃণমূলের দাবি, এই ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ছাড়া আর কেউ নেই। অন্যদিকে গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এভাবে বোমাবাজি হচ্ছে বিভিন্ন এলাকায়। রবিবারের বোমাবাজির ফলে এলাকার এক বৃদ্ধ জখম হয়েছে বলেও জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ব্যাপক বোমাবাজির খবর পেয়ে টিটাগড় ও খড়দা থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়। তবে দুষ্কৃতীদের কাউকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি বলা জানা গেছে। এলাকা সূত্রের খবর, রবিবার রাতে হঠাৎই কিছু দুষ্কৃতী স্কুটি করে এলাকার তৃণমূল পার্টি অফিসের সামনে আসে এবং পরপর প্রায় 6-7 টি বোমা ছোঁড়ে তৃণমূল পার্টি অফিসকে তাক করে। সে সময় সেখানে 8-10 জন ব্যক্তি উপস্থিত ছিল বলেও জানা গেছে। পুলিশি সূত্রের খবর, এলাকা দখলকে কেন্দ্র করে এই ব্যাপক বোমাবাজি হয়েছে।

তবে পুলিশ এর পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর চালাচ্ছে। প্রসঙ্গত টিটাগড় এলাকাটি গত বছরেও সংবাদ শিরোনামে এসেছিল যখন বিজেপি পার্টি অফিসের সামনে ডাকসাইটে বিজেপি নেতা মণীশ শুক্লাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। তবে পরপর দু জায়গায় তৃণমূল পার্টি অফিসের সামনে বোমাবাজি নিয়ে ইতিমধ্যেই বিতর্কের পারদ চড়ছে। শুরু হয়ে গেছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা। অন্যদিকে  এই ঘটনায় টিটাগড় এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। আপাতত দুষ্কৃতীদের ধরার জন্য পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করছে সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!