এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিলীপকে দেখে এত ভয়? প্রচারে বেরোতেই চূড়ান্ত অসভ্যতা তৃণমূলের! কটাক্ষ বিজেপির!

দিলীপকে দেখে এত ভয়? প্রচারে বেরোতেই চূড়ান্ত অসভ্যতা তৃণমূলের! কটাক্ষ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে বদল করে বিজেপি এবার দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুর আসলে প্রার্থী করেছে। কিন্তু কেন্দ্র বদল হলেও তৃণমূল দিলীপ ঘোষের প্রচার থেকে শুরু করে তার জনপ্রিয়তা নিয়ে চূড়ান্ত ভয়ে রয়েছে। সেই কারণে নতুন ময়দান হলেও দিলীপ ঘোষ খেলতে ভয় পাচ্ছেন না। কিন্তু তৃণমূল সেই দিলীপ ঘোষকে দেখে আতঙ্কগ্রস্ত হয়ে এমন কিছু আচরণ করছে, যাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে, এই রাজ্যের শাসক দল অত্যন্ত ভয়ে রয়েছে। আজ দিলীপ ঘোষ যখন সাত সকালে চা চক্রে বের হন, তখন তার সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করেন তৃণমূলের কর্মীরা। আর তাতেই পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত এদিন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের একটি জায়গায় চা চক্রে বের হন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেই সময় তৃণমূলের পক্ষ থেকে তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। কিন্তু ঠাণ্ডা মাথায় দিলীপ ঘোষ তৃণমূলের কর্মীদের সঙ্গেও কথা বলেন। তাদের সমস্ত আক্রমণ, কটাক্ষের জবাব পর্যন্ত দেন বিজেপি প্রার্থী। তবে সাত সকালে তৃণমূলের এই ধরনের অসভ্যতাকে কেন্দ্র করে কটাক্ষ করছে ভারতীয় জনতা পার্টিও।
তাদের দাবি, তৃণমূল ভয় পেয়েছে দিলীপ ঘোষকে। তারা জানে যে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী হেরে ভূত হয়ে যাবে। সেই কারণেই দিলীপ ঘোষের জনসংযোগে আতঙ্কগ্রস্ত হয়ে তৃণমূল এই ধরনের অসভ্যতা করে ভোটের রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু দিনের শেষে তৃণমূলকে উচিত শিক্ষা দেবেন সাধারণ মানুষ বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!