এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে তৃণমূলে ডানা ছাঁটা হল এক হেভিওয়েটের, ক্ষমতা বৃদ্ধি আরেক দাপুটে নেতার

জল্পনা বাড়িয়ে তৃণমূলে ডানা ছাঁটা হল এক হেভিওয়েটের, ক্ষমতা বৃদ্ধি আরেক দাপুটে নেতার

অনেকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল তৃণমূল পুর কমিটির শীর্ষে থাকা রাজ্যের দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের। সূত্রের খবর, পারিবারিক বিবাদে জর্জরিত শোভনের আচরণে বড়ই ক্ষুব্ধ হন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে নিজের জায়গা থেকেও এক চুল সরেননি একসময়কার দলনেত্রীর ঘনিষ্ঠ “কানন”। কদিন আগেই কোর কমিটির বৈঠকে দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এবার সংগঠনের আরেক শীর্ষ পদ থেকেও ছাঁটা হলো তাঁর ডানা।

প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের 127 কি পুরসভা এবং ছটি কর্পোরেশনের দলীয় সংগঠন পরিচালনার ক্ষেত্রে এতদিন দায়িত্বে ছিলেন এই শোভন চট্টোপাধ্যায়। কিন্তু রাজ্যে আসন্ন 17 টি পুরসভার নির্বাচন উপলক্ষে এবার তাঁকেই সরিয়ে দিল দল। কিন্তু শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় তাহলে নতুন কে আসলেন? সূত্রের খবর, এদিন নাকতলার বাড়িতে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দলের ভেতরে পুরো বিষয়ক কমিটি আছে। যেহেতু নির্বাচনের আগে একজন কে দায়িত্ব নিতে হবে তাই ফিরহাদ হাকিমকেই এই দায়িত্বে বসানো হলো।” রাজনৈতিক মহলের মতে, বিভিন্ন কারণে এখন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই এক সময়কার প্রিয় কাননের ওপর ভরসা না করে পুরসভা নির্বাচনের ক্ষেত্রে নজরদারি বাড়াতে ফিরহাদ হাকিমকেই এই দায়িত্ব দিল তৃণমূল।

এদিকে এদিনের সাংবাদিক বৈঠকে আগামী 19 শে জানুয়ারি কলকাতায় দেশের সমস্ত মোদি বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে যে ব্রিগেড সমাবেশের কথা রয়েছে সেই প্রসঙ্গে দলের কোর কমিটির বৈঠকের কথাও উল্লেখ করেন তৃণমূল মহাসচিব তথা শিক্ষা মন্ত্রী জানা গেছে এই ব্যাপারে আগামী 16 ই নভেম্বর সকাল 11 টায় নেতাজি ইনডোরে তৃণমূলের একটি বর্ধিত কোর কমিটির সভা ডাকা হয়েছে। যেখানে দলীয় কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে কর্মীদের নতুন রণকৌশল শেখাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দেশের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে এক জোট করার লক্ষ্যে আগামী 19 জানুয়ারি ব্রিগেডে যে জনসভার ডাক হয়েছে তাকে সামনে রেখেই আগামী 16 নভেম্বর নেতাজি ইন্ডোরে দলের কর্মীসভা করা হবে।” অন্যদিকে উৎসবের মরশুমে বাংলার শান্ত পরিস্থিতিকে অশান্ত করতে বিজেপির চক্রান্তের কথাও এদিন উল্লেখ করেন তৃণমূল মহাসচিব। গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলার সম্প্রীতি নষ্ট করতে বিজেপি সচেষ্ট রয়েছে। তার মোকাবিলায় তৃণমূল সব সময় সজাগ থাকবে।” সব মিলিয়ে এক দিকে বিজেপিকে হঠাতে লড়াই আন্দোলন আর অপর দিকে দলীয় স্তরে একসময়কার প্রিয় শোভন চট্টোপাধ্যায়কে সরিয়ে আসন্ন রাজ্যের 17 টি পুরসভার পুরভোটের জন্য ফিরহাদ হাকিমকে নতুন পদে বসাল তৃণমূল কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!