এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা সংকটের মাঝে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, আক্রান্ত আরও এক মহানগরবাসী

করোনা সংকটের মাঝে আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, আক্রান্ত আরও এক মহানগরবাসী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ একেবারে তছনছ করে দিচ্ছে দেশকে। এই পরিস্থিতিতে শুরু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক। করোনা আক্রান্ত হলে বা করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর বহু মানুষের শরীরে ঘটছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্ল্যাক ফাঙ্গাসের আশঙ্কা আরো বেশি। এই পরিস্থিতিতে আজ রাজ্যে আরও একজন মানুষ ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত হয়েছেন।

রাজ্যে ইতিমধ্যে ৫ জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়া গেছে। যাদের মধ্যে মৃত্যু ঘটেছে একজনের। ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে চিকিৎসারত এক মহিলার মৃত্যু ঘটেছে। শম্পা চক্রবর্তী নামের এই মহিলা ছিলেন হরিদেবপুরের বাসিন্দা। করোনার সঙ্গেই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। ডাক্তারের একাধিক চেষ্টার পরেও মৃত্যু ঘটেছে তাঁর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার কলকাতায় আরো এক জনের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ পাওয়া গেল। অসুস্থ হবার পর তাঁকে আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন তিনি। তবে এখন তিনি স্থিতিশীল আছেন। নতুন করে আবার ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে রাজ্যবাসীর মনে। ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়ে মানুষকে সচেতন করতে গতকাল এক গাইডলাইন প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

রাজ্য সরকারের এই গাইডলাইনে জানানো হয়েছে যে, ব্ল্যাক ফাঙ্গাসের কবল থেকে বাঁচতে গেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে। যারা সদ্য করোনা মুক্ত হয়েছেন, তাদের রক্তে গ্লুকোজের মাত্রা সবসময় নজরে রাখতে হবে। স্টেরয়েড, এন্টিবায়োটিক, এন্টিফাঙ্গাল ওষুধের ব্যবহার করতে হবে সতর্কতার সঙ্গে ও চিকিৎসকদের পরামর্শে।

সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে। যেসব জায়গায় ধুলোবালি বেশি রয়েছে, সেখানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ধুলোবালি ভরা জায়গা, নির্মাণ কাজে গেলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। বাগানে বা মাটিতে বসে কাজ করলে জুতো, লম্বা ঝুলের ট্রাউজার, ফুল স্লিভ শার্ট, গ্লাভস ব্যবহার করতে হবে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!