এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শুরু হল গুরুত্ত্বপূর্ন সাংগঠনিক বৈঠক, রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল ঘিরে জল্পনা

শুরু হল গুরুত্ত্বপূর্ন সাংগঠনিক বৈঠক, রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল ঘিরে জল্পনা


বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ত্বের এক উচ্চ পর্যায়ের সাংগঠনিক বৈঠক শুরু হল রাজ্য বিজেপির সদর দফতরে। সূত্রের খবর, সেই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ত্বের তরফে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অরবিন্দ মেনান ও দেবেন্দ্র সিং। রাজ্য নেতৃত্ত্বের তরফে থাকতে চলেছেন প্রায় সব শীর্ষনেতাই। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক। সেখানে পঞ্চায়েতের রণকৌশল ঠিক করা থেকে রাজ্য নেতাদের নির্বাচনী পাঠ দেওয়া নিয়েই মূলত আলোচনা হবে। তবে, সাংগঠনিক বেশ কিছু রদবদল ঘোষণা হতে পারে বলেও বলে জল্পনা। অন্যদিকে কলকাতার এক ওয়েব পোর্টালের দাবি, আজকের বৈঠকের পরেই আনুষ্ঠানিক ভাবে রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্ব থেকে কৈলাস বিজয়বর্গীয়কে সরিয়ে রাজ্যের দায়িত্বে অরবিন্দ মেনানের হাতে দিতে পারে বিজেপি। ফলে বিজেপির এই সাংগঠনিক বৈঠক ঘিরে ক্রমশ জল্পনা বাড়ছে। কোন নেতার ডানা ছাঁটা হয় বা কোন নেতার কাঁধে বাড়তি গুরুত্ত্বের ভার চাপানো হয় সেদিকেই তাকিয়ে এখন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা আজকের সাংগঠনিক পরিবর্তনের পরেই আগামী দিনে বাংলায় বিজেপির নেতৃত্ত্বের বিন্যাসের রূপরেখা স্থির হয়ে যেতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!