বড় চমক! অন্যতম বিরোধী মুখকে এবার ঘরে নিতে চলেছে শাসকদল রাজ্য December 21, 2017 কলকাতা কংগ্রেসে বড় ভাঙ্গন ধারাতে চলেছে তৃণমূল। কলকাতার একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী কলকাতা পুরসভার কংগ্রেস দলনেতাই মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিতে চলেছেন। ওই ওয়েব পোর্টালের দাবি কলকাতা পুরসভায় কংগ্রেসের দলনেতা প্রকাশ উপাধ্যায় যিনি সারদা দুর্নীতি নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন ,তাছাড়া নানা ইস্যুতে মেয়রের ঘরের সামনে ধর্না থেকে শুরু করে রাস্তায় নেমে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন। ওই পোর্টাল আরো দাবি করেছে তৃণমূলের বড় কোনও পদ দেওয়া হতে পারে তাঁকে। এছাড়া সারদা সংক্রান্ত কোনও অভিযোগ তিনি ইডি কিংবা সিবিআই-এর কাছে করতে পারবেন না তৃণমূলে যোগ দিয়ে এই শর্ত তাঁকে মানতে হবে। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -