ভারতী ঘোষ কি তবে বিজেপিতে,দিলীপের কথায় বাড়লো জল্পনা রাজ্য February 6, 2018 তবে কি এবার বিজেপিতে যাচ্ছেন ভারতী ঘোষ।ইস্তফা দেবার পর এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল তারপর আরো জোরালো হয় তাঁর বিরুদ্ধে সিআইডি তদন্ত শুরু হওয়ার পর। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘আমি জানি এই মুহূর্তে ভারতী ঘোষ কলকাতার বাইরে রয়েছেন৷’’ ফলে এখন কীভাবে তাঁর বিজেপিতে যোগদান সম্ভব সেই প্রশ্নই তুলেছিলেন দিলীপ ঘোষ৷ তবে এবার ভারতী ঘোষের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারতীর জন্য বিজেপির দরজা খোলা রয়েছে। তাছাড়া দিলীপবাবু আরো অভিযোগ করেন যে নিহত মাও নেতা কিষেণজী এনকাউন্টার নিয়ে ভারতীদেবী অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানেন। সেই নিয়ে মুখ খুললে সরকার বিপদে পড়তে পারে। সেজন্যই ভারতীকে ফাঁসানো হচ্ছে বলে তৃণমূল সরকারকে তুলোধোনা করেছেন দিলীপ।পাশাপাশি এতদিন অভিযোগ করেছিলেন যে তাঁকে খড়্গপুরে শ্রীনু হত্যাকাণ্ডে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনে মামলায় জড়িয়েছেন ভারতীদেবী । আর এখন দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, ভারতীর সঙ্গে দেখা করে তিনি জানতে চাইবেন, কার নির্দেশে এমন কাজ করেছেন তিনি। আপনার মতামত জানান -